স্বাস্থ্য এবং সুখ
“তোমরা ...বিশ্রাম পাইবে।”
যীশু চরম দুর্দশাগ্রস্ত ও অনন্তর দুর্বহ বোঝায় যাদের আশা নিঃশেষ হয়ে গেছে এবং পৃথিবীর আনন্দের দ্বারা আত্মার আকাঙ্ক্ষা মেটাতে চায়, তিনি তাদের সবাইকে তাঁর মাঝে বিশ্রাম পেতে আহ্বান করেন। MHBen 51.1
মৃদু স্বরে তিনি পরিশ্রান্ত লোকদেরকে বলেন, “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে।” (মথি ১১:২৯)। MHBen 51.2
এই বাক্যের দ্বারা যীশু প্রত্যেক মানব সন্তানদের কাছে কথা বলেছেন। সকলে জানুক বা না জানুক তারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত। সকলে এমন বোঝা দ্বারা ভারগ্রস্ত যে বোঝা কেবল যীশুই সরাতে পারেন। সবচেয়ে ভারী বোঝা যা আমরা বহন করি তা হল পাপীর বোঝা। এই বোঝা যদি আমাদের বহন করতে দেয়া হত, তবে আমাদেরকে চূর্ণ করে ফেলত। কিন্তু কেউ একজন আমাদের জায়গা নিয়ে নিলেন, “প্রভু আমাদের সকলের অন্যায় তাঁহার উপর চাপিয়েছেন।”(যিশা ৫৩:৬)। আমাদের পাপের বোঝা তিনি বয়ে নিলেন। তিনি আমাদের ক্লান্ত কাঁধের বোঝা তুলে নেবেন। তিনি আমাদের বিশ্রাম দেবেন। তিনি আরো আমাদের দুশ্চিন্তা ও দুঃখ-কষ্টের ভার বহন করবেন। তিনি আমাদের সকল দুশ্চিন্তা তাঁর উপর ফেলে দিতে আহ্বান করেন কেননা তিনি তাঁর অনন্তর মাঝে আমাদের ধারণ করেন। MHBen 51.3
আমাদের গোষ্ঠির বড় ভাই অনন্তসিংহাসনের সম্মুখে আছেন। পরিত্রাণকর্তা হিসেবে তাঁর প্রতি যে ব্যক্তি তার মুখ ফেরায় তিনি তাদের প্রত্যেক আত্মার প্রতি নজর দেন। বাস্তব অভিজ্ঞতা দ্বারা মানুষের দুর্বলতা, আমাদের প্রয়োজন, এবং আমাদের পরীক্ষার শক্তি কোথায় আছে তিনি তা জানেন, কেননা “কিন্তু তিনি সর্ব্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে।”(ইব্রীয় ৪:১৫)। ঈশ্বরের দুর্বল উদ্বিগ্ন সন্তান, আপনার প্রতি তিনি নজর রাখেন। আপনি কি পরিক্ষিত হচ্ছেন? তিনি উদ্ধার করবেন। আপনি কি দুর্বল? তিনি শক্তিমন্ত করবেন। আপনি কি অজ্ঞ? তিনি আপনাকে জানাবেন। আপনি কি আহত? তিনি সুস্থ করবেন। সদাপ্রভু “তারাগণের সংখ্যা গণনা করেন, তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।”(গীত ১৪৭:৪,৩)। আপনার উদ্বেগ ও পরীক্ষা যাই হোক না কেন, ঈশ্বরের সম্মুখে তা তুলে ধরুন। ধৈর্যসহকারে বহন করার জন্য আপনার উদ্দীপনা দৃঢ় হবে। আপনাকে অপমানিত হওয়া ও সমস্যায় পতিত হওয়া থেকে মুক্ত হতে আপনার জন্য পথ খুলে দেবেন। আপনাকে আপনি যত দুর্বল ও অসহায় মনে করবেন, তাঁর শক্তিতে আপনি ততই অধিকতর শক্তিমন্ত হবেন। আপনার বোঝা যত ভারী হোক আপনার বহনকারীর ওপরে ছেড়ে দিন, আপনার বিশ্রাম তত অধিক আশীর্বাদের হবে। MHBen 51.4
পরিবেশ বন্ধুদের আলাদা করে ফেলতে পারে; তাদের ও আমাদের মাঝে বিরাজমান অশান্তির ঝড় প্রবল আকার ধারণ করতে পারে; কিন্তু কোন পরিবেশ, অবস্থা ও দূরত্ব আমাদেরকে পরিত্রাণকর্তার কাছ থেকে আলাদা করতে পারে না। আমরা যে কোন স্থানে থাকি না কেন তিনি সর্বদা আমাদের সমর্থন, ধারণ, প্রতিপালন, ও উৎসাহ দানের জন্য আমাদের ডান হাতের নাগালের মধ্যেই আছেন। ছেলে মেয়ের প্রতি মায়ের ভালবাসা অপেক্ষা মুক্তিপ্রাপ্তদের জন্য যীশুর প্রেম আরও বেশী। তাঁর প্রেমে বিশ্রাম লাভ করা আমাদের জন্য একটি সুযোগঃ “আমি তাঁহার উপর নির্ভর করিব, কেননা তিনি আমার জন্য তাঁহার প্রাণ দিয়াছেন।” MHBen 52.1
মানুষের প্রেম পাল্টাতে পারে; কিন্তু যীশুর প্রেম কখনও বদল হয় না। সাহায্যের জন্য যখন আমরা কাঁদি আমাদের রক্ষা করতে তিনি তাঁর হাত বাড়িয়ে দেন। MHBen 52.2
“বস্তুতঃ পর্ব্বতগণ সরিয়া যাইবে, উপ-পর্ব্বতগণ টলিবে,
কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না,
এবং আমার শান্তিÍ-নিয়ম টলিবে না;
যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন।”
MHBen 52.3
যিশা ৫৪: ১০।