স্বাস্থ্য এবং সুখ

182/269

অসুস্থতায় ছেলেমেয়েদের যত্ন

ছেলেমেয়েদের অসুস্থতার কারণ হিসেবে অনেক সময় ভুল ব্যবস্থাপনার আলামত পাওয়া যেতে পারে। খাবার খাওয়ানোর ক্ষেত্রে অনিয়ম, শীতের বিকেলে অপর্যাপ্ত গরম কাপড়, স্বাস্থ্যসম্মত রক্ত সঞ্চালন বজায় রাখার জন্য বলিষ্ঠ শরীর চর্চার অভাব, অথবা রক্ত পরিশোধনের জন্য প্রচুর পরিমাণে বিশুদ্ধ বায়ুর অভাব ইত্যাদি সমস্যার কারণ হতে পারে। পিতামাতা ছেলেমেয়েদের অসুস্থতার কারণ খুঁটিয়ে দেখুন, এবং তারপর যত তাড়াতাড়ি সম্ভব দূরাবস্থার প্রতিকার করুন। MHBen 361.3

সব পিতামাতারই যত্ন এবং প্রতিরোধ সম্পর্কে অধিক শিক্ষা গ্রহণের শক্তি তাদের মধ্যে আছে, এমন কি রোগের চিকিৎসার ব্যাপারেও। বিশেষ করে মা’দের জানা উচিত তাদের পরিবারের সাধারণ রোগের কারণে অসুস্থতায় কি করতে হয়। তার জানা প্রয়োজন তার অসুস্থ সন্তানকে কিভাবে সেবা-যত্ন করতে হয়। এর জন্য তার স্নেহ এবং অন্তর্দৃষ্টি তাকে সেবা-যত্ন করতে উপযোগী করে যা অন্য কোন আগন্তুকের হাত করতে পারে বলে বিশ্বাস করা যায় না। MHBen 362.1