খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

23/61

জাল

মথি ১৩:৪৭-৫০ পদের উপর ভিত্তি করে রচিত

“স্বর্গ-রাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল, এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে; দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃক করিবেন, এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন; সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে।” COLBen 102.1

জাল ফেলার অর্থ হচ্ছে সুসমাচার প্রচার করা। এতে করে ভালো ও মন্দ উভয় প্রকার মানুষ মণ্ডলীতে প্রবেশ করে। যখন সুসমাচারের পরিচর্যা কাজ সম্পন্ন হবে, তখন তাদেরকে পৃক করার মধ্য দিয়ে বিচারের কাজ শুরু হবে। খ্রীষ্ট দেখেছিলেন কী করে ভণ্ডদের উপস্থিতির কারণে মণ্ডলীতে সত্যের পথ সম্পর্কে মন্দ কথা ছড়ানো হচ্ছিল। ভণ্ড শিক্ষকদের অনৈতিক জীবন যাপনের কারণে জগত সুসমাচারকে প্রত্যাখ্যান ও অবজ্ঞা করবে। এমনকি খ্রীষ্টানরাও তাদের বিশ্বাসে হোঁচট খাবে, যখন তারা দেখবে বহু মানুষ খ্রীষ্টের আত্মা দ্বারা নিয়ন্ত্রিত না হয়েও তাঁর নাম ধারণ করছে। এই সমস্ত পাপীরা মণ্ডলীতে অবস্থান করার কারণে লোকেরা অনিবার্যভাবে ভাববে যে, ঈশ্বর তাদের পাপ ক্ষমা করে দিয়েছেন। এই কারণে খ্রীষ্ট ভবিষ্যতের উপর থেকে সমস্ত আবরণ সরিয়ে দিয়েছেন এবং তিনি সকলের কাছে এই কথা ঘোষণা করছেন যে, অবস্থান নয়, বরং চরিত্রই মানুষের নিয়তি নির্ধারণ করে দেবে। COLBen 102.2

শ্যামাঘাস ও জালের দৃষ্টান্ত আমাদেরকে পরিষ্কারভাবে এই শিক্ষা দেয় যে, খুব শীঘ্রই সমস্ত মন্দ লোকেরা ঈশ্বরের দিকে ফিরবে এখন অবাধ সময় নেই। গম ও শ্যামাঘাসকে ফসল তোলার আগ পর্যন্ত এক সাথে বাড়তে দেয়া হবে। বাছাই করার জন্য ভালো ও খারাপ মাছ এক সাথে তীরে নিয়ে আসা হবে। COLBen 103.1

আবারও এই দৃষ্টান্ত এই শিক্ষাও দেয় যে, বিচারের পর আর কোন সুযোগ দেয়া হবে না। সুসমাচারের কাজ শেষ হয়ে গেলে পরপরই ভালো ও মন্দের এই পৃক করার কাজটি করা হবে এবং প্রত্যেকের নিয়তি নির্ধারণ করা হবে। COLBen 103.2

ঈশ্বর চান না একটি মানুষও বিনষ্ট হোক। “প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই; বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ। তোমরা ফির, আপন আপন কুপথ হইতে ফির; কারণ, হে ইস্রায়েল-কুল, তোমরা কেন মরিবে?” যিহিস্কেল ৩৩:১১। বিচারের আগ পর্যন্ত এই সময়ে তাঁর পবিত্র আত্মা মানুষকে সব সময় অনন্ত জীবন উপহার হিসেবে গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। যারা এই আহ্বানে সাড়া দেবে না তারাই শুধু ধ্বংস হওয়ার জন্য পেছনে পড়ে থাকবে। ঈশ্বর ঘোষণা দিয়েছেন যে, এই নিখিল বিশ্বের জন্য মহা হুমকি হওয়ার কারণে পাপকে চিরতরে বিনাশ করা হবে। যারা যারা পাপের সাথে নিজেদের জীবনকে যুক্ত করে রাখবে তারা COLBen 103.3

সকলেই এই ধ্বংসযজ্ঞে পড়ে চিরতরে বিনষ্ট হয়ে যাবে। COLBen 103.4