পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

73/333

যাকোবের নাম “ইস্রায়েল” দেয়া হয়

প্রতারণার মাধ্যমে জ্যেষ্ঠাধিকার দখল করায় যে পাপ যাকোব করেছিলেন তা এখন তার সামনে পরিষ্কার ভাবে তুলে ধরা হল। তিনি ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস না রেখে নিজের চেষ্টায় তা লাভ করতে চেয়েছেন যা ঈশ্বর তার নিজ সময় ও উপায়ে বাস্তবায়িত করতেন। তার পাপ যে ক্ষমা করা হয়েছে তার সাক্ষীরূপে তার নাম এমন কিছু দেয়া হল যা তার বিজয়কে স্মরণ করায়। দূত বললেন, “তুমি যাকোব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইস্রায়েল (ঈশ্বরের সহিত যুদ্ধকারী) নামে আখ্যাত হইবে; কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ।” PPBeng 133.3

তার জীবনের সঙ্কটকাল অতীত হয়ে গেছে। সন্দেহ, হতবম্ভতা, এবং অনুতাপ তার জীবনকে তিক্ত করে তুলেছিল, কিন্তু এখন সমস্ত কিছুই বদলে গেল । ঈশ্বরের সাথে আপোষ করায় যে অত্যন্ত মধুর। যাকোব এখন তার ভাই এর সাথে সাক্ষা করতে ভীত নয়। ঈশ্বর এষৌর হৃদয় নরম করতে পারবেন এবং এষৌ তার অনুতাপ ও অবনতি গ্রহণ করতেও পারে। PPBeng 133.4

যখন যাকোব দূতের সহিত কুস্তি করছিলেন, আর একজন স্বর্গীয় দূত এষৌর নিকট প্রেরণ করা হয়েছিল। বিশ বৎসর যাবৎ নির্বাসিত তার ভাইকে সে স্বপ্নে দেখতে পেল; সে দেখতে পেল মায়ের মৃত্যুতে ভাই'র দুঃখ; সে দেখতে পেল তার ভাই ঈশ্বরের সৈন্য দ্বারা বেষ্টিত। তার পিতার ঈশ্বর তার সাথে ছিলেন । PPBeng 134.1

দুই দল পরস্পরের দিকে এগিয়ে এল, মরুভূমির সর্দার তার সৈন্য সামন্ত নিয়ে, আর যাকোব তার স্ত্রীদের ও সন্তানদেরসহ, আর তার পেছনে মেষপাল ও পশুর লম্বা লাইনসহ। অধুনা যে দ্বন্দ্ব হয়েছিল তার জন্য বিমর্ষ ও খোঁড়া গোত্রপতি লাঠির উপর ভর করে সামনে এগুলেন। তিনি কষ্টে ধীরে ধীরে হাটছিলেন, কিন্তু তার চেহারা ছিল আনন্দ ও শান্তিতে উজ্জ্বল । PPBeng 134.2

কষ্টে পতিত খোঁড়াকে দেখে, “এষৌ তাঁহার সহিত দেখা করিতে দৌড়াইয়া আসিয়া তাহার গলা ধরিয়া সাক্ষাৎ ও চুম্বন করিলেন, এবং উভয়েই রোদন করিলেন।” এমনকি এষৌর কঠিন সৈন্যদের মনও গলে গিয়েছিল। তারা তাদের দলপতির উপর যে পরিবর্তন এসেছিল তার কারণ বুঝতে পারল না। PPBeng 134.3

মানসিক যাতনার রাতে যাকোবকে শিক্ষা দেয়া হল যে মানুষের সাহায্য কতই বৃথা আর মানুষের শক্তির উপর আস্থা রাখা কতই না ভিত্তিহীন । সহায়হীন ও অযোগ্য, তিনি পাপের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞার অনুগ্রহের অনুরোধ জানালেন। ঐ প্রতিজ্ঞাই ছিল তার নিশ্চয়তা যে ঈশ্বর তাকে ক্ষমা করবেন ও গ্রহণ করবেন। PPBeng 134.4