পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

72/333

একজন দূত যাকোবের সঙ্গে মল্লযুদ্ধ করেন

এটি ছিল একটি নির্জন পার্বত্য অঞ্চল, যেখানে বন্য প্রাণী, দস্যু ও হত্যাকারীরা শিকার করত। অরক্ষিত অবস্থায়, গভীর হতাশায় যাকোব ভূমিতে নতজানু করলেন। তখন মধ্য রাত্রি। যা কিছু তার জীবনে প্রিয় ছিল সমস্তই বিপদ ও মৃত্যুর মুখামুখী। তার নিজের পাপের জন্যই যে নির্দোষদের উপর এই বিপদ এসেছে এই চিন্তা খুবই তিক্ত ছিল। PPBeng 132.3

সহসা তার উপর একটি শক্তিশালী হাতের স্পর্শ পড়ল । তিনি ভাবলেন যে কোন শত্রু তার প্রাণ নিতে এসেছে। অন্ধকারের মধ্যে উভয়ে একে ওপরের উপর জয়লাভ করার জন্য প্রচেষ্টা চালালেন। কোন বাক্যই উচ্চারণ করা হল না, কিন্তু যাকোব তার সমস্ত শক্তি নিয়োগ করলেন এবং এক মুহূর্তের জন্যও তার প্রচেষ্টার শিথিল করলেন না। যখন জীবন রক্ষার জন্য সংগ্রাম করছিলেন, তার পাপ তার আত্মার উপর ভারী চাপ সৃষ্টি করল; তার পাপ তাকে ঈশ্বরের নিকট হতে পৃথক করতে উদ্যত হলো । PPBeng 132.4

কিন্তু তার এই চরম দুর্দশার মুহূর্তে তিনি ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি স্মরণ করলেন । দ্বন্দ্ব দিন শুরুর মুহূর্ত পর্যন্ত চলতে থাকল, আর তখন আগন্তুক তার আঙ্গুল যাকোবের উরুতে স্থাপন করলেন, তৎক্ষণাৎ তিনি খোড়াতে পরিণত হলেন । তখন গোত্রপতি বুঝতে পারলেন যে তিনি একজন স্বর্গীয় দূতের সহিত যুদ্ধ করছিলেন। এই জন্যই তার প্রায় অতিমানবিক প্রচেষ্টা তাকে বিজয় দান করেনি। ইনি ছিলেন খ্রীষ্ট, “চুক্তির দূত”। যাকোব এখন বিকলাঙ্গ হয়ে গিয়েছেন এবং প্রচন্ড ব্যথা অনুভব করছেন, কিন্তু তিনি তার আলিঙ্গন শিথিল করলেন না। অনুতপ্ত ও ভগ্ন হৃদয়ে, তিনি দূতকে জড়িয়ে ধরে রইলেন: “তিনি কাঁদলেন ও অনুরোধ জানালেন,” এবং আশীর্বাদের জন্য অনুরোধ করলেন। তাকে নিশ্চিন্ত হতে হবে যে তার পাপ ক্ষমা করা হয়েছে। দূত অনুনয় করলেন, “আমাকে ছাড়, কেননা প্রভাত হইল”; কিন্তু যাকোব বললেন, “আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না।” তার নিশ্চয়তা ছিল এমন একজনের নিশ্চয়তা যে তার অযোগ্যতা স্বীকার করে এবং চুক্তিরক্ষাকারী ঈশ্বরের বিশ্বস্ততায় বিশ্বাস রাখে। PPBeng 133.1

যাকোব “দূতের সহিত যুদ্ধ করিয়া বিজয়ী হইয়াছিল।” হোশেয় ১২ঃ৪। এই পাপী, ভ্রান্তকারী মনুষ্য স্বর্গীয় মহিমার উপর জয়লাভ করেছিল। সে তার কম্পিত হাতে ঈশ্বরের প্রতিজ্ঞা জড়িয়ে ধরেছিল, এবং অসীম প্রেমময়ের হৃদয় পাপের আবেদনকে অবহেলা করতে পারে নি । PPBeng 133.2