পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

32/333

যখন বিচারকাল শেষ হয়

যখন তাদের বিচার কাল শেষ হতে থাকল, তখন প্রাক-বন্যা লোকেরা অত্যন্ত উত্তেজনাকর আনন্দে মেতে উঠল এবং হাসিখুসি ও প্রমোদের মধ্যে গা ঢেলে দিল। আমাদের কালেও লোকেরা আরাম-আয়েসের অনুসন্ধানে ব্যস্ত । উল্লাসের পর উল্লাস লোকদের সেই সত্য দ্বারা প্রভাবিত হওয়া থেকে দূরে রাখছে যে সত্য তাদের আগত ধ্বংস হতে রক্ষা করতে পারত । PPBeng 62.1

নোহের সময় দার্শনিকরা বলেছিলেন যে পৃথিবী জল দ্বারা ধ্বংস প্রাপ্ত হবেনা। এইরূপ বর্তমানের বৈজ্ঞানিকরা এটা দেখতে চেষ্টা করেন যে পৃথিবী আগুন দ্বারা ধ্বংস হতে পারে না। কিন্তু যখন সকলে মনে করেছিল যে নোহের ভবিষ্যত বাণী শুধুমাত্র প্রবঞ্চনা, তখন ঈশ্বরের সময় উপস্থিত হয়েছিল। “আর নোহের সময়ে যেরূপ হইয়াছিল, “মনুষ্যপুত্র যে দিন প্রকাশিত হইবেন, সে দিনেও সেইরূপ হইবে।” লূক ১৭৪২৬, ৩০। “কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে; তখন আকাশমন্ডল হূহূ করিয়া উড়িয়া যাইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য্য সকল পুড়িয়া যাইবে।” ২ পিতর ৩:১০। PPBeng 62.2

যখন ঈশ্বরের সতর্কবাণীকে অস্বীকার করে ও তার বাণী বাহককে বিদ্রূপ করে ধর্মীয় শিক্ষকরা শান্তি ও উন্নতি যুগের আগমনের প্রতি ইশারা করছেন, এবং পৃথিবী চাষাবাদ, গৃহ নির্মাণ, ভোজন পান ও আনন্দ করতে মগ্ন, তখনই “আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোন ক্রমে এড়াইতে পারিবে না ।” ১ থিষলনীকীয় ৫:৩। PPBeng 62.3