পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
দায়ূদ তার শত্রুর হত্যাকারীদের শাস্তি দেন
কিন্তু দায়ূদ তার ক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্বাস ঘাতকদের সহায়তা চান নি। শৌলের হত্যাকারীর যে দশা হয়েছিল তা তিনি এই হত্যাকারীদের নিকট বর্ণনা করলেন। তিনি আরো বললেন, “এখন যাহারা ধার্মিক ব্যক্তিকে তাঁহারই গৃহ মধ্যে তাঁহার খট্টার উপর হত্যা করিয়াছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের হইতে তাহার রক্তের প্রতিশোধ কি আরও লইব না? পৃথিবী হইতে কি তোমাদিগকে উচ্ছেদ করিব না? পরে দায়ূদ আপন যুবকদিগকে আজ্ঞা দিলে তাহারা তাহাদিগকে বধ করিল।” PPBeng 509.1
ঈশ্ববোশতের মৃত্যুর পর ইস্রায়েলের নেতাদের মনে এই ধারণা উপস্থিত হল যে দায়ূদই সমস্ত বংশের উপর রাজত্ব করুন। তারা ঘোষণা দিলেন, “আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন। আর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাইবে ও ইস্রায়েলের নায়ক হইবে। এইরূপে প্রাচীনেরা সকলে রাজার নিকটে আসিলেন; তাহাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সাক্ষাতে তাঁহাদের সহিত নিয়ম করিলেন ৷” এইরূপে ঈশ্বরের ইচ্ছায় তার ক্ষমতায় বসার পথ তৈরী হল । PPBeng 509.2
লোকদের মনোভাবের পরিবর্তন হওয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল। যে কাজ তারা করছিলেন তার উপযুক্ত এই অভ্যূত্থান ছিল নীরব ও গম্ভীর। শৌলের আগেকার প্রজাদের প্রায় পাঁচ লক্ষ প্রজা হিব্রোণ ও তার আসে পাশে এসে জড় হলেন । অভিষেকের সময় নির্ধারণ করা হল। যে লোককে শৌলের দরবার হতে বহিষ্কৃত করা হয়েছিল, যে লোক তার জীবন বাঁচানোর জন্য পাহাড়ে পাহাড়ে ও পর্বতের গুহায় গুহায় পালিয়ে বেড়াতেন, মানুষ দ্বারা যত উচ্চ সম্মান প্রদান সম্ভব তা এখন সেই লোক লাভ করতে চলছেন। যাজকগণ, প্রাচীনগণ, ঝকমকে উজ্জল বড়শা ও শিরস্ত্রাণ বিশিষ্ট সৈন্যদল, দূর হতে আগত বিদেশীগণ, সকলেই এই অভিষেক দেখার জন্য একত্রিত হয়েছিলন । PPBeng 509.3
দায়ূদকে রাজকীয় পোশাক পরিয়ে দেয়া হল। মহা-যাজক পবিত্ৰ তৈল নিয়ে তার মাথায় দিলেন, আর এখন বোঝা গেল যে শয়েল কর্তৃক অভিষেকটি ছিল ভবিষ্যতে যা ঘটবে তারই একটি ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত। সময় উপস্থিত হল, এবং দায়ূদকে ঈশ্বরের প্রতিনিধিরূপে তার পদে উসর্গ করা হল । তার হাতে রাজ-দন্ড তুলে দেয়া হল। তার ধার্মিকতার রাজত্বের চুক্তি লিখিত হল এবং লোকেরা তাদের আনুগত্যের অঙ্গীকার দিল। ইস্রায়েল এখন ঈশ্বর কর্তৃক নিয়োযিত এক রাজা পেল । PPBeng 510.1
যে অপেক্ষা সহকারে ঈশ্বরের উপর নির্ভর করেছিল, সে দেখতে পেল যে ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হল। “পরে দায়ূদ উত্তরোত্তর মহান্ হইয়া উঠিলেন, কারণ সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তাঁহার সহবর্তী ছিলেন।” ২ শমূয়েল ৫:১০। PPBeng 510.2