পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
ইস্রায়েলরা পলেষ্টীয়দের চেয়ে অধিক মন্দ কাজে লিপ্ত হয়
বৈ-শেমশের লোকেরা চতুর্দিকে সংবাদ দিল যে নিয়ম-সিন্দুকটি তাদের নিকটে রয়েছে,আর নিকটবর্তী স্থানসমূহ হতে লোকেরা ভীড় করে এসে এটিকে স্বাগত জানাল। অনেক বলিদান করা হল। আরাধনাকারীরা যদি তাদের পাপের জন্য অনুতাপ করত তবে ঈশ্বরের অনুগ্রহ তাদের সঙ্গে সঙ্গে থাকত কিন্তু তারা নিয়ম-সিন্দুকের প্রত্যাবর্তনে আনন্দিত হয়েছিল। কেননা এটি সকল ভাল জিনিষের অগ্রদূত ছিল। তারা এর পবিত্রতার কোন প্রকৃত ধারণা রাখত না। তারা এটিকে ফসলের মাঠেই ফেলে রাখল । পবিত্র সিন্দুকের দিকে যখন তারা দেখছিল তখন এর ভিতরে কোথায় বিশেষ ক্ষমতা রয়েছে এ বিষয়ে চিন্তা করতে লাগল। আগ্রহের আতিশয্যে বিহ্বলিত হয়ে, অবশেষে তারা এর উপরের ঢাকনা খুলে এটিকে খুলতে উদ্যত হল । PPBeng 428.1
সিন্দুকটিকে ভয় ও সম্মান করতে ইস্রায়েলদের শিক্ষা দেয়া হয়েছিল। বসরে মাত্র একবার মহাযাজক সিন্দুকটিকে দেখতে পারতেন। এমন কি পৌত্তলিক পলেষ্টীয়েরাও এর ঢাকনা খুলতে সাহস করে নি। স্বর্গীয় দূতগণ অদৃশ্য ভাবে ইহাকে সর্বদা রক্ষায় নিযুক্ত ছিলেন। বৈ-শেমশের লোকদের অভক্তিপূর্ণ সাহসের দ্রুত শাস্তি বিধান করা হল। অনেক লোকেই আকস্মিক মৃত্যু বরণ করল । PPBeng 428.2
এই শাস্তি প্রদানের ফলে অবশিষ্ট লোকেরা তাদের পাপের জন্য কোন অনুতাপ করল না, বরং কুসংস্কারের শুধুমাত্র ঐ নিয়ম-সিন্দুককে ভয় করতে লাগল। ঐ সিন্দুকের উপস্থিতি হতে নিজেদের রক্ষার জন্য বৈ-শেমশের লোকেরা কিরিয় যিয়ারীমের লোকদের খবর পাঠাল যেন তারা নিয়ম-সিন্দুকটি নিয়ে যায়। ঐ স্থানের লোকেরা অত্যন্ত আনন্দ সহকারে নিয়ম-সিন্দুকটিকে স্বাগত জানালো এবং তা অবীনাদব নামক একজন লেবীর বাড়ীতে রাখল। ঐ ব্যক্তি তার ছেলে ইলিয়াসরকে সিন্দুকটির দেখাশোনার জন্য নিযুক্ত করলেন, আর ওটি ঐখানে অনেক বসর পর্যন্ত থাকল । PPBeng 428.3
ভাববাদীর পদে শমূয়েলের আহবানকে সমগ্র জাতিই স্বীকার করে নিয়েছিল। যদিও কষ্টকর ছিল, তথাপি বিশ্বস্ততার সাথে এলির পরিবারকে স্বর্গীয় সতর্কবাণী দানের মাধ্যমে শমূয়েল তার বাধ্যতার প্রমাণ দিয়েছিলেন; “এবং সদাপ্রভু তাঁহার সংগে ছিলেন, তাহার কোন কথা ভূমিতে পড়িতে দিতেন না।” PPBeng 428.4
শমূয়েল গ্রামে ও শহরে শহরে দূরে লোকেরা যেন তাদের হৃদয় তাদের পিতৃপুরুষদের ঈশ্বরের প্রতি ফিরায় তার চেষ্টা করতেন, এবং তার প্রচেষ্টা নিষ্ফল হয় নি। বিশ বৎসর কাল শত্রুদের অত্যাচারে কষ্ট পাবার পর ইস্রায়েলরা “সদাপ্রভুর পশ্চাতে বিলাপ করিতে লাগিল।” শমূয়েল তাদের পরামর্শ দিলেন, “তোমরা যদি সর্বান্তঃকরণে সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস, তবে আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে ও অষ্টারোৎ দেবীগণকে দূর কর,... কেবল তাঁহারই সেবা কর; তাহা হইলে তিনি পলেষ্টীয়দের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবেন।” খ্রীষ্ট পৃথিবীতে থাকার সময় যে ভাবে শিক্ষা দিতেন, সেই একই ভাবে শমূয়েলের সময়েও বাস্তবমুখী ধর্ম শিক্ষা দেয়া হত । PPBeng 428.5
যারাই ঈশ্বরের কাছে ফিরতে চায় তাদের প্রথম পদক্ষেপই হবে অনুতাপ করা। আমরা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে আমাদের আত্মাকে ঈশ্বরের সামনে নত করা উচিত এবং আমাদের মূর্তি সমূহকে দূর করা উচিত। যখন আমরা যা করতে পারি তার সবটুকুই পূরণ করি, তখন ঈশ্বর আমাদের তার পরিত্রাণ দান করবেন। PPBeng 429.1