পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

251/333

৫৭—শাস্তি: নিয়ম-সিন্দুক অপসারিত

ঈশ্বর মহাযাজকের সাথে যোগাযোগ রক্ষা করতে পারলেন না । তাদের পাপ তাঁর পবিত্র আত্মার উপস্থিতি অসম্ভব করে তুলল। কিন্তু বালক শমূয়েল ঈশ্বরের প্রতি বাধ্য থাকলেন, এবং এলির পরিবারের শাস্তিস্বরূপ শয়েল সর্ব্বশক্তিমানের আশীর্বাদ লাভ করলেন। আর সে সময়ে ক্ষীণ দৃষ্টি হওয়াতে এলি আর দেখতে পেতেন না। “একদিন এলি নিজের জায়গায় শুইয়া আছেন, ঈশ্বরের প্রদীপ তখনও নিভিয়া যায় নাই, এবং ঈশ্বরের সিন্দুক যে স্থানে ছিল শমূয়েল সেই স্থানে... শুইয়া আছেন; এমন সময়ে সদাপ্রভু শমূয়েলকে ডাকিলেন।” PPBeng 421.1

এই কন্ঠস্বর এলির, এই কথা চিন্তা করে বালকটি যাজকের শয্যাপার্শ্বে উপস্থিত হয়ে বলল, “এই যে আমি; আপনি ত আমাকে ডাকিয়াছেন।” উত্তর আসল, “আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন কর।” PPBeng 421.2

শমূয়েলকে তিনবার আহবান করা হল আর তিনবারই তিনি একই ধরণের উত্তর দিলেন। তারপর এলি বুঝতে পারলেন যে ঐ রহস্যপূর্ণ আহবান নিশ্চয়ই ঈশ্বরের শব্দ। ঈশ্বর তার পক্ষকেশ মনোনীত দাসকে ছেড়ে একটি বালকের সহিত যোগাযোগ স্থাপন করছেন। এটি এলি ও তার পরিবারের প্রতি একটি তিক্ত অথচ উপযোগী তিরস্কার ছিল। এলির হৃদয়ে কোন ঈর্ষা অথবা পরশ্রীকাতরতার উদয় হল না। তিনি শমূয়েলকে এই ভাবে উত্তর দিতে নির্দেশ দিলেন, “হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে । PPBeng 421.3

তখন সদাপ্রভু শমূয়েলকে বলিলেন, “দেখ, আমি ইস্রায়েলের মধ্যে এক কর্ম্ম করিব, তাহা যে শুনিবে, তাহার দুই কর্ণ শিহরিয়া উঠিবে। আমি এলির কুলের বিষয়ে যাহা যাহা বলিয়াছি, সে সমস্ত সেই দিন তাহার বিরুদ্ধে প্রথমাবধি শেষ পর্যন্ত সফল করিব। বস্তুতঃ আমি তাহাকে বলিয়াছি, সে যে অপরাধ জানে, সেই অপরাধের জন্য আমি যুগানুক্রমে তাহার কুলকে দন্ড দিব; কেননা তাহার পুত্রেরা আপনাদিগকে শাপগ্রস্ত করিতেছে, তথাপি সে তাহাদিগকে নিবৃত করে নাই।...এলির কুলের অপরাধ বলিদান কি নৈবেদ্য দ্বারা কখনই পরিষ্কৃত হইবে না ।” PPBeng 421.4

এই ধরণের ভয়ঙ্কর বাণী তার নিকট দেয়ায় শমূয়েল হতবম্ভ হয়ে পড়লেন । প্রাতঃকালে তিনি তার দৈনন্দিন কাজ কর্ম স্বাভাবিক ভাবেই করলেন, কিন্তু তার বাল্যকালের হৃদয়ে একটি ভারী বোঝা সর্বদাই বিরাজমান ছিল। সদাপ্রভু তাকে ঐ ভয়ঙ্কর শাস্তির কথা প্রকাশ করতে আদেশ দেন নি, তাই সে নীরব থাকল । তিনি এই ভয়ে ভীত ছিলেন যে যদি কোন প্রশ্নের উত্তরে যাকে তিনি এত ভালবাসেন ও সম্মান করেন তার বিরুদ্ধে স্বর্গীয় যে দন্ডাদেশ ঘোষিত হয়েছে তা প্রকাশ করতে হয়। এলি নিশ্চিত ছিলেন যে তার ও তার পরিবারের বিরুদ্ধে নিশ্চয়ই কোন বিপদের ভবিষ্যদ্বাণী নেমে এসেছে । তিনি শমূয়েলকে ডেকে আদেশ করলেন যে সদাপ্রভু যা প্রকাশ করেছিলেন তা যেন তিনি বিশ্বস্ত তার সাথে প্রকাশ করেন। যুবক তার আদেশ শিরোধার্য করলেন এবং বৃদ্ধ এই ভয়ঙ্কর শাস্তি মাথা পেতে বরণ করলেন। তিনি বললেন, “তিনি সদাপ্রভু; তাঁহার দৃষ্টিতে যাহা ভাল মনে হয়, তাহাই করুন।” PPBeng 422.1