পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
শয়তানের কার্য্যকারী প্রতিনিধি
যখন মানুষ তার পবিত্র আহবানকে স্বার্থপরতা ও কামনা লালসার আবরণরূপে ব্যবহার করে, তখন তারা শয়তানের কার্য্যকারী প্রতিনিধিতে পরিণত হয়। হনি ও পীন্হসের মত তারাও লোকদের “সদাপ্রভুর নৈবেদ্দে অবহেলা” করতে প্রভাবিত করে। তারা কিছুকালের জন্য নিজ মন্দ কাজ গোপনে চালাতে পারে, কিন্তু যখন তাদের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তখন লোকদের বিশ্বাসের উপর এমন প্রচন্ড এক আঘাত আসে যাতে ওরা ঈশ্বরের বাক্য শিক্ষাদানকারী সকলকেই অবিশ্বাস করতে আরম্ভ করে। খ্রীষ্টের প্রকৃত দাসের বার্তা অবশ্যই গৃহিত হয়। তবে যে প্রশ্ন প্রায়ই লোকের মনে উঠে তা হল, “এই ব্যক্তিও কি শেষ পর্য্যন্ত সে ব্যক্তির মত প্রমাণিত হবে না যাকে আমরা মনে করতাম যে সে কত পবিত্র কিন্তু দেখতে পেলাম সে কত ভ্ৰষ্ট?” PPBeng 419.4
এলি তার সন্তানদের যে ভাষাষ তিরস্কার করেছিলেন তার ভয়ঙ্কর ও মহাগুরুত্ব রয়েছে; “মানুষ যদি মানুষ যদি মানুষের পাপ কারে, তবে ঈশ্বর তাহার বিচার করিবেন; কিন্তু মানুষ যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে, তাবে তাহার জন্য কে বিনয় করিবে?” যদি তাদের অপরাধ শুধুমাত্র তাদের সহমানবের ক্ষতির কারণ হত, তবে একজন বিচারক তার জন্য একটি শাস্তি ও উপযুক্ত জরিমানা নির্ধারণ করে বিষয়টির সমাধান করতে পারতেন; আর এই ভাবে অপরাধীর অপরাধ ক্ষমা পেয়ে যেত কিন্তু তাদের পাপ ত ঈশ্বরের আরাধনার সাথে এমনভাবে জড়িয়ে ছিল ও ঈশ্বরের কাজকে লোকদের সামনে এত অপবিত্র ও অসম্মান করা হয়েছিল যে তাদের জন্য আর কোন প্রায়শ্চিত্তের সুযোগ ছিল না। যদিও তাদের পিতা মহাযাজক ছিলেন তথাপি তিনি তাদের জন্য কোন মধ্যস্থতা করতে সাহস পান নি; আর তাদের পবিত্র সদাপ্রভুর ক্রোধ হতে রক্ষা করতে পারে নাই। ঈশ্বর মানুষের মুক্তির জন্য যে উপায় নির্ধারণ করেছেন, যারা সেই উপায়ের প্রতি ঘৃণা প্রদর্শন করে তারাই হল সব চেয়ে বেশী পাপী। কারণ তারা “আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্য নিন্দাস্পদ করে।” ইব্রীয় ৬:৬। PPBeng 420.1