পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

214/333

৪৮—পরিশেষে গৃহে প্রত্যাবর্তন

বৈ-হোরোণের বিজয়ের অব্যবহিত পরেই দক্ষিণ কনান জয় করা হল । “এইরূপে যিহোশূয় সমস্ত দেশ, পর্বতময় প্রদেশ, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি ও পর্বত পার্শ্ব....আঘাত করিলেন।...যিহোশূয় এই সমস্ত দেশ ও রাজগণকে এককালেই হস্তগত করিলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।” PPBeng 363.1

ইস্রায়েলীয় সৈন্যের কৃতকার্য্যতায় ভীত হয়ে উত্তর পলেষ্টীয়দের বংশসমূহ ইস্রায়েলদের বিরুদ্ধে একটি মৈত্রীতে আবদ্ধ হল । “তাহারা নিজ নিজ সৈন্য...সঙ্গে লইয়া বাহির হইলেন।” এর আগে কনানে যত সৈন্যবাহিনীর মোকাবেলা ইস্রায়েলরা করেছিল, এই সৈন্যবাহিনী তাদের সবগুলার চাইতে বিশাল ছিল “সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক এবং অতি বিস্তর অশ্ব ও রথ...। আর এই রাজারা সকলে নিরূপণানুসারে একত্র হইলেন, তাহারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করিবার জন্য মেরোম জলাশয়ের নিকটে আসিয়া একত্র শিবির স্থাপন করিলেন ।” PPBeng 363.2

যিহোশূয়কে আবারও একটি উৎসাহব্যঞ্জক বার্তা প্রদান করা হল: “তুমি উহাদের হইতে ভীত হইও না; কেননা কল্য এমন সময়ে আমি ইস্রায়েলের সম্মুখে উহাদের সকলকেই নিহত করিয়া সমর্পণ করিব।” PPBeng 363.3

মেরোম হ্রদের নিকটে তিনি মিত্র বাহিনীতে অকস্মা আক্রমণ করিলেন, এবং “তাহাতে সদাপ্রভু তাহাদিগকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, এবং তাহারা তাহাদিগকে আঘাত করিল, আর...তাড়াইয়া লইয়া গেল; এবং তাহাদিগকে আঘাত করিয়া কাহাকেও অবশিষ্ট রাখিল না।” ঈশ্বরের আদেশে রথসমূহ পুড়িয়ে দেয়া হল, আর ঘোড়াগুলিকে খোঁড়া করে দেয়া হল যেন তারা যুদ্ধের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। ইস্রায়েলরা রথ ও ঘোড়ায় আস্থা স্থাপন করবে। একে একে শহরগুলি দখল করা হল, এবং মৈত্রী-শক্তির হাসোর শহর পুড়িয়ে দেয়া হল । কয়েক বৎসর পর্য্যন্ত যুদ্ধ চলল, এবং যুদ্ধ শেষ হবার পর যিহোশূয় কনানের অধিপতি হলেন। “পরে দেশে যুদ্ধ শেষ হইল।” PPBeng 363.4

যদিও কনানীয়দের ক্ষমতা ধ্বংস করা হয়েছিল, তথাপি তাদের পূর্ণরূপে দেশ ত্যাগে বাধ্য করা হয় নি। কিন্তু যিহোশূয়কে আর যুদ্ধ চালিয়ে যেতে হবে না। পূরা দেশটি এখন বিভিন্ন বংশের মধ্যে ভাগ করে দিতে হবে যে অংশসমূহ জয় করা হয়েছে এবং যে অংশ সমূহ জয় করা হয়নি সমস্তটুকুই। আর প্রত্যেক বংশের দায়িত্ব ছিল নিজ নিজ অংশকে সম্পূর্ণরূপে পরাভূত করা । যদি লোকেরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে, তবে তিনি তাদের শত্রুদের সম্মুখ হতে তাড়িয়ে দিবেন । PPBeng 364.1

প্রত্যেক বংশের অবস্থান গুলিবাটের মাধ্যমে নিরুপিত হবে। গোত্র- সমূহের মধ্যে বিভক্তির জন্য মোশি নিজেই দেশটির সীমা নির্ধারণ করে দিয়েছিলেন এবং বিভক্তির সময় উপস্থিত থাকার জন্য প্রত্যেক গোত্র হতে একজন করে অধিপতি তিনি নিযুক্ত করে দিয়েছিলেন। দেশের বিভিন্ন অংশের আটচল্লিশটি শহর লেবীয়দের উত্তরাধিকাররূপে ভাগ করে দেয়া হল । PPBeng 364.2