পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
৩৯—বাশন দেশ জয় করা
ইদোম দেশ হতে দক্ষিণে ভ্রমণ করার পর, ইস্রায়েলরা উত্তর দিকে প্রতিজ্ঞাত দেশের দিকে ঘুরলেন। এখন তাদের রাস্তা ছিল একটি বিশাল, উঁচু সমতল ভূমির উপর দিয়ে, আর তা ছিল ঠান্ডা, সতেজ, বায়ু প্রবাহিত অঞ্চল, শুষ্ক উপত্যকা হতে একটি আকাঙ্খিত পরিবর্ত্তন। উসাহ সহকারে ও সতেজে তারা এগিয়ে চললেন । তাদের আদেশ দেয়া হয়েছিল, “তুমি মোয়াবীয়দিগকে কষ্ট দিও না, এবং যুদ্ধ দ্বারা তাহাদের সহিত বিরোধ করিও না; কারণ আমি অধিকারার্থে তাহাদের দেশের কোন অংশ তোমাকে দিব না; কেননা আমি লোটের সন্তানদিগকে আর নগর দখল করিতে দিয়াছি।” লোটের অন্য বংশধর অম্মোনীয়দের বিষয়েও একই আদেশ দেয়া হয়েছিল । PPBeng 306.1
শীঘ্রই ইস্রায়েলরা ইমোরীয়দের দেশে উপস্থিত হল । শক্তিশালী ও যুদ্ধে পারদর্শী জাতি যদ্দন নদী পার হল এবং মোয়াবীয়দের সহিত যুদ্ধ করে তাদের দেশের একটি অংশ দখল করে নিল। যেহেতু যদ্দনের রাস্তা ইমোরীয়দের দেশের ভিতর দিয়ে ছিল, তাই মোশি ইমোরীয়দের রাজা সীহোনের নিকট একটি বার্তা পাঠালেন, “তুমি আপন দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দেও,...তুমি টাকা লইয়া আমাকে ভোজনার্থে খাদ্য দিবে, ও টাকা লইয়া পানার্থক জল দিবে; আমি কেবল পদব্রজে পার হইয়া যাইব।” PPBeng 306.2
কিন্তু উত্তর হল অস্বীকারমূলক, আর আক্রমণকারীদের বাধা দানের জন্য সকল ইমোরীয় সৈন্যদের আহবান ও প্রস্তুত করা হল। এই দুর্দান্ত সৈন্যদল ইস্রায়েলদের ভীতির সৃষ্টি করল। যুদ্ধের কৌশল বিষয়ে বলতে হলে বলতে হয়, তাদের শত্রুদের যথেষ্ট সুবিধা ছিল। মানবিক দৃষ্টিতে মনে হচ্ছিল, ইস্রায়েল দ্রুত ধ্বংস হয়ে যাবে। PPBeng 306.3
কিন্তু মোশি তার দৃষ্টি রাখলেন মেঘস্তম্ভের উপর। ঈশ্বরের উপস্থিতির চিহ্ন এখনও তাদের কাছে ছিল। তবুও তিনি তাদের আদেশ করলেন যে, মানবিক ভাবে যত উত্তম সম্ভব, যুদ্ধের জন্য তত উত্তম প্রস্তুতি নেয়া হোক। তাদের শত্রুপক্ষ নিশ্চিত ছিল যে তারা দেশ হতে ইস্রায়েলদের নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু সকল দেশের অধিকারীর নিকট হতে ইস্রায়েলদের প্রতি আদেশ জারী করা হয়েছিল, “তোমরা উঠ, যাত্রা কর, অর্ণোন উপত্যকা পার হও, দেখ, আমি হিবোনের রাজা ইমোরীয় সীহোনকে ও তার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি উহা দখল করিতে আরম্ভ কর, ও যুদ্ধ দ্বারা তাহার সহিত বিরোধ কর । আজ হইতে আমি তোমাদিগকে আকাশের নীচে স্থিত জাতিগণের উপরে তোমা হইতে আশঙ্কা ও ভয় স্থাপন করিতে আরম্ভ করিব; তাহারা তোমার সমাচার পাইবে, ও তোমার ভয়ে কম্পমান ও ব্যথিত হইবে।” PPBeng 306.4