ভাববাদিগণের এবং রাজগণের কাহিনী
ধার্মিকতার একজন প্রচারক
“বীর হইতে কি যুদ্ধে ধৃত প্রাণী হরণ করা যায়? কিংবা ন্যায়বানের বন্দিগণকে কি মুক্ত করা যায়? সদাপ্রভু এই কথা কহেন, অবশ্য বীরের বন্দিগণকে হরণ করা যাইবে, ও ভীম বিক্রান্তের ধৃত প্রাণীকে মুক্ত করা যাইবে; কারণ তোমার প্রতিবাদীর সহিত আমিও বিবাদ করিব, আর তোমার সন্তানদিগকে আমিই ত্রাণ করিব।” “যাহারা ক্ষোদিত প্রতিমাদের উপর নির্ভর করে, যাহারা ছাঁচে ঢালা প্রতিমাদিগকে বলে, তোমরা আমাদের দেবতা তাহাদিগকে ফিরাইয়া দেয়া যাইবে, তাহারা নিতান্ত লজ্জিত হইবে।” যিশাইয় ৪৯:২৪, ২৫; ৪২:১৭। PKBeng 253.2