শেষকালিন ঘটনাবলি

177/336

নকল কিরূপে আসল হইতে পৃথক

শয়তানকে খ্রীষ্টের আগমনের পদ্ধতি নকল করিতে অনুমতি দান করা হয় নাই। -GC 625 (1911). LDEBeng 118.1

শয়তান ----যীশু খ্রীষ্টের রূপ ধারণ করিয়া আসিবে। মহা আশ্চর্য্য কাৰ্য সকল করিবে; লোকেরা প্রণিপাত করিয়া যীশু খ্রীষ্ট বলিয়া আরাধনা করিবে, পৃথিবী যাহাকে খ্রীষ্ট বলিয়া গৌরব প্রদান করিবে, আমাদিগকে এই ব্যক্তিকে আরাধনা করিতে আদেশ করা হইবে। আমরা কী করিব? তাহাদিগকে বল যে খ্রীষ্ট এই প্রকার শত্রু সম্পর্কে আমাদিগকে সতর্ক করিয়াছেন, সে মানুষের নিকৃষ্টতম শত্রু, অথচ সে নিজেকে ঈশ্বর বলিয়া দাবী করে; এবং যখন খ্রীষ্ট আসিবেন তিনি পরাক্রম ও মহা গৌরবে দশ সহস্র গুন দশ সহস্র দূতগণ ও সহস্র গুণ সহস্রের সহিত প্রকাশিত হইবেন এবং তিনি যখন আসিবেন আমরা তাঁহার স্বর চিনিতে পারিব। —6BC 1106 (1888). LDEBeng 118.2

শয়তান প্রতিটি সুযোগে লাভবান হইতে চেষ্টা করিতেছে। --- দীপ্তিময় দূতের ছদ্মবেশে সে পৃথিবীতে আশ্চর্য্য কার্য্য সাধনকারীরূপে চলাফেরা করিবে। সে সুন্দর ভাষায় চমৎকার ভাবানুভূতি প্রকাশ করিবে, উত্তম শব্দাবলী সে প্রয়োগ করিবে এবং উত্তম কার্য্য করিবে । খ্রীষ্টকে ব্যক্তিরূপে প্রকাশ করা হইবে। কিন্তু একটি বিষয়ে উল্লেখ যোগ্য পার্থক্য থাকিবে- শয়তান লোকদিগকে ঈশ্বরের ব্যবস্থা হইতে ফিরাইবে। তাহা সত্বেও ধার্মিকতাকে এরূপ নকল করিবে যে, যদি সম্ভব হয়, সে মনোনীতগণকেও ভুলাইবে। রাজন্য বর্গ, প্রেসিডেন্ট ও উচ্চপদের শাসক বর্গ তাহার ভ্রান্ত মতবাদের নিকট নতি স্বীকার করিবে। —FE 471, 472 (1897). LDEBeng 118.3