শেষকালিন ঘটনাবলি

165/336

দুঃখ কষ্ট ঈশ্বরের লোকদিগকে বিশুদ্ধ করে

শীঘ্রই পৃথিবী ব্যাপী সঙ্কট আরম্ভ হইবে। ঈশ্বরকে জানিতে প্রত্যেকের প্রয়োজন হইয়া পড়িয়াছে। আমাদের বিলম্ব করিবার সময় নাই। LDEBeng 110.1

তাঁহার-মন্ডলীর প্রতি ঈশ্বরের প্রেম অসীম। তাঁহার ঐতিয্যের প্রতি তাঁহার যত্ন অবিরাম । কেবল তাহার বর্তমান ও অনন্ত মঙ্গল ও বিশুদ্ধ করণের নিমিত্ত প্রয়োজন ব্যতিত অন্য কোন কষ্ট তিনি মন্ডলীর উপরে আসিতে দেন না। তাঁহার কার্য্যারম্ভ ও কাৰ্য্যশেষে তিনি যেমন মন্দির পরিষ্কার করিয়াছিলেন, তদ্রুপ তিনি তাহার মন্ডলী বিশুদ্ধ করিবেন। পরীক্ষা ও জ্বালাতন যাহা তিনি তাঁহার মন্ডলীর উপর আনয়ন করেন তাহা আইসে যেন তাঁহার লোকেরা ধার্মিকতা, অধিক শক্তি সমগ্র পৃথিবীতে ক্রুশের বিজয় গাথা পৌছাইয়া দিবার নিমিত্ত গভীর ধর্মপরায়ণতা ও অধিক শক্তি লাভ করিতে পারে। - 9T 228 (1909). LDEBeng 110.2

কষ্ট, দুঃখযন্ত্রণা, প্রলোভন, দুর্বিপাক এবং আমাদের নানা প্রকার পরীক্ষা আমাদিগকে পরিশুদ্ধ ও পবিত্র এবং স্বর্গীয় গোলাঘরে সঞ্চিত হইবার নিমিত্ত ঈশ্বরের কার্য্যকারী। 1-3T 115 (1872). LDEBeng 110.3