শেষকালিন ঘটনাবলি
কিছু না করিয়া প্রশান্তিতে বসিয়া থাকিতে হইবে না
.... সমগ্র দেশের আমাদের সর্ব শক্তি দিয়া এই ভয়ঙ্কর বিপদ নিবারিত করা কর্তব্য। প্রার্থনাশীল নরনারীগণের উপর একটি মহান দায়িত্ব হস্তান্তরিত হইয়াছে যেন তাহারা প্রার্থনা করে যেন ঈশ্বর এই মন্দ মেঘ পশ্চাদপোসারিত করেন এবং প্রভুর কার্য্য করিবার নিমিত্ত অনুগ্রহের আরও কয়েক বৎসর দান করেন। -RH.Extra, Dec. 11, 1888. LDEBeng 91.5
যাহারা বর্তমানে ঈশ্বরের আজ্ঞা পালন করিতেছে তাহাদের কর্মতৎপর হওয়া আবশ্যক কারণ যাহা একমাত্র ঈশ্বর দিতে পারেন সেই বিশেষ সাহায্য তাহারা গ্রহণ করিতে পারে। আশঙ্কাজনক দূর্যোগ যত দীর্ঘ দিন বিলম্বিত করা সম্ভব তন্নিমিত্ত তাহাদের আরও একান্তভাবে কার্য্যকরা উচিৎ। - RH Dec. 18, 1888. LDEBeng 91.6
এই সময় ঈশ্বরের আজ্ঞা পালনকারীগণ পরিস্থিতি সাবলিলভাবে গ্রহণ করিয়া নিশ্চুপ না থাকুক । -7 BC 975 (1889) LDEBeng 91.7
আমরা যদি নিশ্চুপ বসিয়া থাকি আমরা ঈশ্বরের ইচ্ছানুরূপ কার্য্য করিতেছিনা ও বিবেকের স্বাধীনতা সংরক্ষণার্থে কিছুই করিতেছি না। ঐকান্তিক, কার্য্যকরী প্রার্থনা স্বর্গের দিকে উত্থিত হইতে হইবে যেন এই দুৰ্য্যোগ বিলম্বিত হয়, যেন যে কাৰ্য্য এতদিন পর্য্যন্ত অবহেলিত ছিল তাহা আমরা সম্পাদন করিতে পারি। সর্বাপেক্ষা ঐকান্তিক প্রার্থনা উৎসর্গীকৃত হউক এবং আমরা আমাদের প্রার্থনানুযায়ী কার্য্য করিয়া যাই। - ST 714(1889). LDEBeng 92.1
অনেকে আরামে রহিয়াছে; যাহারা মনে হয়, ঘুমন্ত; তাহারা বলে, “ভবিষ্যদ্বাণী যদি বলিয়া থাকে যে রবিবার পালন বলবৎ করা হইবে তাহা হইলে আইনও নিশ্চিতরূপে প্রণীত হইবে, “এবং এই উপসংহারে আগমন করিয়া তাহারা সেই ঘটনার প্রশান্ত প্রত্যাশায় বসিয়া থাকে ও সঙ্কটের কালে ঈশ্বর তাঁহার লোকদিগকে ঈশ্বর সুরক্ষা করিবেন বলিয়া নিজেদিগকে সান্ত্বনা প্রদান করে। কিন্তু আমাদের দায়িত্বে তিনি কার্য্য অর্পণ করিয়াছেন আমরা যদি তাহা সম্পন্ন করিবার প্রচেষ্টা না করি তাহা হইলে তিনি আমাদিগকে উদ্ধার করিবেন না । LDEBeng 92.2
বিশ্বস্ত প্রহরীরূপে আপনি খড়গ আসিতে দেখিবেন ও সতর্ক বাণী উচ্চারণ করিবেন যেন যদি নর-নারীগণ সত্য জানে তাহা হইলে তাহা এড়াইয়া চলিবে ও অজ্ঞাতে কোন পথ অবলম্বন করিবে না। - RH Extra, Dec.24, 1889. LDEBeng 92.3