শেষকালিন ঘটনাবলি
আকাশমন্ডলে বা আকাশে চিহ্নাবলি
পোপীয় নির্যাতনের শেষে, খ্রীষ্ট বলিয়াছেন, সূর্য্য অন্ধকার হইবে, চন্দ্র তাহার জ্যোস্না দিবে না। পরে আকাশের তারাগণের পতন হইবে। এবং তিনি বলেন, “ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখ; যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পার, গ্রীষ্ম কাল সন্নিকট; সেইরূপ তোমরা ঐ সকল ঘটনা দেখিলেই জানিবে, তিনি সন্নিকট, এমন কি, দ্বারে উপস্থিত”(মথি ২৪: ৩২, ৩৩)। LDEBeng 15.3
খ্রীষ্ট তাহার আগমনের চিহ্নাবলি দান করিয়াছেন। তিনি ঘোষণা করিয়াছেন যেন আমরা জানিতে পারি কখন তিনি সন্নিকট এমন কি দ্বারে উপস্থিত। যাহারা এই চিহ্নসমূহ দেখিবে তিনি তাহাদের বিষয় বলিয়াছেন। “এই কালের লোকদের (বা এই বংশের) লোপ হইবে না, যে পর্য্যন্ত না এ সমস্ত সিদ্ধ হয়।” এই চিহ্নগুলি প্রকাশিত হইয়াছে। ১ প্রভুর আগমন যে সন্নিকট এখন আমরা একটি নিশ্চয়তার কথা জানি। - DA 632 (1898) LDEBeng 16.1