শেষকালিন ঘটনাবলি
নগর সমূহ দুষ্কর্ম্মের বীজতলা
সকল আমোদপ্রমোদ ও সুখভিলাষের পশ্চাদানুসরণ শহরগুলিতে কেন্দ্রিভূত। পিতামাতারা, যাহারা তাহাদের সন্তানদের বৃহত্তর সুযোগ-সুবিধা দিবার চিন্তা করিয়া শহরে বসবাস আরম্ভ করেন তাহারা খুব বিলম্বে তাহাদের ভয়ানক ভুলের জন্য অনুতাপ করেন। বর্তমানের শহরগুলি দ্রুত সদোম ও ঘমোরার ন্যায় হইতেছে। বহু ছুটি অলসতাকে উৎসাহিত করিতেছে। উত্তেজক খেলাধুলা-নাট্যমঞ্চে গমন, ঘোড়দৌড়, জুয়া, মদ্যপান, হুই-হুল্লোড় প্রতিটি ভাবাবেগকে উত্তেজিত করিয়া নিদারুণ সক্রিয় করিয়া তুলে । যুবগণ জনপ্রিয় স্রোতে ভাসিয়া যায়। - COL 54 (1990). LDEBeng 79.3
আমার নিকট প্রকাশ করা হইয়াছে যে নগর সমূহ বিশৃঙ্খলা, সহিংসতা এবং অপরাধে পরিপূর্ণ হইবে এবং এই সকল পৃথিবীর ইতিহাসের শেষ সময়ে বৃদ্ধি পাইবে। -7T 84 (1902). LDEBeng 80.1
সমগ্র পৃথিবীতে নগরসমূহ দুষ্কর্মের বীজতলায় পরিণত হইতেছে, সর্বস্থানে মন্দতার শব্দালোক রহিয়াছে, সর্বস্থানে ইন্দ্রিয়সুখাসক্তি (শিদের পরায়ণতা) ক্ষতিকর আমোদ প্রমোদের প্রলোভন সমূহ রহিয়াছে। MH 393 (1905) LDEBeng 80.2