শেষকালিন ঘটনাবলি

7/336

ভবিষ্য ঘটনাবলিকে সঠিক পরিপ্রেক্ষিতে রাখা

আমাদের এই পৃথিবীতে ভবিষ্যতে যে দৃশ্যবলি অভিনীত হইতে যাইতেছে এখন আমরা তাহা সুনির্দিষ্ট ভাবে বর্ণনা করিতে পারি না, কিন্তু আমরা ইহা জানি যে ইহা এমন একটি সময় যখন আমাদিগকে প্রার্থনা সহকারে জাগ্রত থাকিতে হইবে কারণ প্রভুর সেই মহাদিন সন্নিকট। - 2SM35 (1901). LDEBeng 13.1

পশুর ছাপকে যাহা বলিয়া ঘোষণা করা হইয়াছে, ইহা অবিকল তাহাই। এই ব্যাপারে সকল বিষয় এখনও বোধগম্য নহে এবং যবনিকা উন্মোচিত হইবার পূর্ব পর্যন্ত অবোধ্য থাকিবে।- 6T17(1900). LDEBeng 13.2

অনেকে তাহাদের বর্তমান কর্তব্য, আরাম আয়েস ও আশীর্বাদ হইতে দৃষ্টি সরাইয়া লইবে, এবং ভবিষ্য সংকট বাবদ সমস্যা ধার করিবে। তাহাতে কালের পূর্বেই সঙ্কটকাল হইবে, এবং আমরা এইরূপ পূর্ব প্রত্যাশিত সঙ্কটের নিমিত্ত কোন অনুগ্রহ লাভ করিব না। 3SM 383, 384 (1884). LDEBeng 13.3

ঈশ্বরের লোকদের উপরে একটি সঙ্কট কাল আসিতেছে; কিন্তু আমরা তাহা সর্বদা লোকদের সম্মুখে রাখিয়া তাহাদিগকে পূর্বাহ্নেই সঙ্কটমুক্ত হইবার নিমিত্ত নিয়ন্ত্রণ (জিম্মি করিয়া রাখিব না। ঈশ্বরের লোকদের একটি ঝাকুনির সময় আসিতেছে; কিন্তু ইহাই মন্ডলী সমূহে বহন করিবার বর্তমান সত্য নহে। 1SM (1890). LDEBeng 13.4