শেষকালিন ঘটনাবলি

104/336

প্রতিষ্ঠানগুলিকে “বৃহৎ নগরীর বাহিরে” স্থাপন করুন

তাহাদের অভিপ্রায় বাহিরে মনোযোগ আকর্ষণ করিবার নিমিত্ত নহে কিন্তু সহজে শহরে যাতায়াত করা যায়, কার্য্যকারীদের নিমিত্ত ক্ষুদ্র প্রশিক্ষণালয়ের উপযুক্ত, যাহারা অসুস্থ তাহাদের নিরাময় ও যাহারা সত্য জানে না তাহাদের দুস্থ আত্মার শান্তির উপযুক্ত গ্রামীণ-এলাকা খুঁজিয়া বাহির করিবার নিমিত্ত সুবিবেচনা সম্পন্ন বিচক্ষণ ব্যক্তিবর্গকে নিয়োগ করা হউক। শহরগুলির সন্নিকটে এরূপ স্থানের খোঁজ করুন। যে স্থানে মালিকের নিকট হইতে দানপত্র দ্বারা অথবা আমাদের লোকদের দানের দ্বারা উপযুক্ত মূল্য দ্বারা উপযুক্ত গৃহ সংগ্রহ করা হউক। কোলাহল পূর্ণ শহরে গৃহাদি নির্মাণ করিবেন না। —Ev 77 )1909). LDEBeng 73.2