শেষকালিন ঘটনাবলি

4/336

শেষকালিন ভবিষ্যদ্বাণী আমাদের মনোযোগ দাবী করে

আমি তৃতীয় দূতকে দেখিলাম [প্রকা ১৪:৯-১১]। আমার সঙ্গী দূত বলিলেন,“তাহার কার্য ভয়ংকর”। তাহার উদ্দেশ্য ভয়ানক তিনিই সেই দূত যিনি গম হইতে শ্যামাঘাস সংগ্রহ করিয়া স্বর্গীয় শস্যাগারের নিমিত্ত তাহা সংগ্রহ এবং সংরক্ষণ করিবেন। এই সকল বিষয় সমগ্র মনকে ও সমস্ত মনোযোগকে সম্পূর্ণ ভাবে নিমগ্ন করা আবশ্যক। EW118(1854). LDEBeng 11.2

ঈশ্বরের আজ্ঞার প্রতি আনুগত্যের নিমিত্ত কৈফিয়ৎ প্রদান এবং তাঁহার প্রতি আমাদের বিশ্বাসের কারণসমূহ জ্ঞাত করিবার নিমিত্ত আমাদিগকে প্রশাসকগণের সম্মুখে দাঁড়াইতে হইবে । এবং যুবদিগকে এই সকল বস্তু বুঝিতে হইবে। LDEBeng 11.3

পৃথিবীর ইতিহাস সমাপ্ত হইবার পূর্বে যে সকল বিষয় ঘটিবে সে সকল তাহাদিগকে জানিতে হইবে। এই সকল বিষয়ের সহিত আমাদের অনন্ত কালিন মঙ্গল জড়িত এবং সকল শিক্ষক এবং ছাত্রদের আরও অধিক নজর দেওয়া কর্তব্য।- 6T128 129 (1900). LDEBeng 11.4

আমরা যে সময়ে বাস করিতেছি তাহার নির্দেশক উল্লেখযোগ্য পথচিহ্নগুলি আমাদের অধ্যয়ন করা আবশ্যক। - 4MR163 (1895). LDEBeng 11.5

যাহারা নিজেদিগকে ঈশ্বরের নিয়ন্ত্রণে রাখিবে, তাঁহার দ্বারা পরিচালিত হইবে, তাঁহার দ্বারা নির্দ্ধারিত ঘটিতব্য ঘটনাবলির দৃঢ় পদক্ষেপ অনুধাবন করিতে পারিবে। - 7T14(1902). LDEBeng 11.6

আমাদিগকে ইতিহাসের মধ্যে ভবিষ্যদ্বাণীর পূর্ণতা, সংস্কার আন্দোলনে ঐশ্বরিক কার্য্যকলাপ অধ্যয়ন, এবং মহা বিরোধের শেষ সংঘাতের নিমিত্ত জাতিগণের শ্রেণীবদ্ধ হইবার ঘটনাবলির অগ্রগতি বৃঝিতে হইবে। 8T307(1904). LDEBeng 11.7