শেষকালিন ঘটনাবলি

311/336

খ্রীষ্টিয়ানের প্রেরণা/উদ্দেশ্য/ অভিপ্রায়

অনুপ্রেরণা জোরাল, এবং মাধ্যমগুলি আরও শক্তিশালী, কখনও কার্য্যকরী করিয়া তোলা সম্ভব নহে; সৎকার্য্যের নিমিত্ত সর্বোচ্চ পুরষ্কার, স্বর্গ সুখ, দূতগণের সমাজ, ঈশ্বর এবং তাঁহার পুত্রের সহভাগিতা ও প্রেম, অনন্তকাল ব্যাপী আমাদের সকল শক্তির বিস্তার ও উন্নয়ন, এই সকল কী আমাদের সৃষ্টিকর্তা এবং ত্রাণকর্তাকে অন্তরের আন্তরিকতা পূর্ণ সেবা প্রদান করিবার নিমিত্ত যথেষ্ট উৎসাহ এবং প্রচন্ড উদ্দীপনা নহে —SC21, 22 (1892). LDEBeng 201.3

আমরা যদি যীশুর সহিত শান্তিতে মিলিত হইয়া মুক্তি পাইতে পারি, অনন্ত কালের নিমিত্ত মুক্তি পাইতে পারি, আমরা তাহা হইলে সর্বাপেক্ষা সুখী ব্যক্তি হইব। আহা দুষ্টদের অত্যাচারমুক্ত, ক্লান্তদের ক্লান্তি মুক্ত গৃহে আমরা অবশেষে উপস্থিত হইব। -Letter113, 1886. LDEBeng 201.4

আমি এই পৃথিবীর প্রকৃতিতে সবকিছু সুন্দর দেখিতে ভালবাসি । পাপে কলঙ্কিত না হইয়া, এই পৃথিবী যদি কেবল ঈশ্বরের উত্তম উত্তম বস্তু দ্বারা পরিপূর্ণ থাকিত তাহা হইলে আমি সম্পূর্ণ সন্তুষ্ট হইতাম। কিন্তু আমরা নূতন আকাশ ও একটি নূতন পৃথিবী পাইব। যোহন ইহা পবিত্র দর্শনে দেখিয়া বলিয়াছে, “পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখ, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস; তিনি তাহাদের সহিত বাস করিবেন, তাহারা তাঁহার প্রজা হইবে; এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, ও তাহাদের ঈশ্বর হইবেন “[প্রকা ২১:৩]। আহা, ধন্য আশা. গৌরবময় প্রশংসা / -Letter 62, 1886. LDEBeng 201.5