শেষকালিন ঘটনাবলি
গৃহাভিমুখে
জীবিত ধার্মিকেরা মুহূর্তের মধ্যে চক্ষের পলকে রূপান্তরিত হইবে। ঈশ্বরের রবে তাহারা মহিমান্বিত হইবে; এখন তাহাদিগকে অমর করা হইল, এবং উত্থিত সাধুগণের সহিত তাহাদের প্রভুর সহিত সাক্ষাৎ করিতে গেল। দূতগণ আকাশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীতদিগকে সংগ্রহ করিলেন। শিশুগণকে দূতগণ তাহাদের মাতাদের কোলে পৌছাইয়া দিলেন। মৃত্যু দ্বারা বিচ্ছিন্ন বন্ধুগণ মিলিত, আর কখনও বিচ্ছিন্ন হইবে না, আনন্দ সঙ্গীত সহকারে তাহারা একত্রে ঈশ্বরের নগরে উত্থিত হইল । —GC 645 (1911). LDEBeng 198.1
আমরা সকলে একত্রে মেঘে প্রবেশ করিলাম, সাতদিন উঠিতে উঠিতে কাঁচময় সমুদ্রে উপস্থিত হইলাম। - EW 16 (1851). LDEBeng 198.2
রথ উর্দ্ধে উঠিবার কালে চাকাগুলি চিৎকার করিয়া উঠিল, “পবিত্র,” পক্ষগুলি সঞ্চালিত হইবার কালে চিৎকার করিল, “পবিত্র”, এবং মেঘের চতুর্দিকে সহচর পবিত্র দূতগণ চিৎকার করিয়া বলিলেন, “পবিত্র, পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান।” এবং মেঘ মধ্যকার সাধুগণ চিৎকার করিল, “গৌরব-মহিমা ! হাল্লিলূয়া! —EW 35 (1851). LDEBeng 198.3
তাঁহাকে সন্দর্শন করা এবং মুক্তি প্রাপ্তরূপে তাঁহার দ্বারা অভ্যর্থিত হওয়া, আহা কতই-না গৌরবের বিষয় হইবে! দীর্ঘকাল আমরা অপেক্ষা করিয়াছি, কিন্তু আমাদের আশা নিভু নিভু হইবে না। আমরা যদি রাজাকে তাহার সৌন্দর্য্যে দেখিতে পাই, আমরা অনন্তকালের নিমিত্ত ধন্য হইয়া যাইব। আমার মনে হইতেছিল যে আমি উচ্চ স্বরে চিৎকার করিযা উঠি, “গৃহাভিমুখে !” - 8T 253 (1904). LDEBeng 198.4