শেষকালিন ঘটনাবলি

24/336

আমাদের বার্তা সময় নির্ধারণ নহে

মহা প্রতাপ ও পরাক্রমের সহিত যীশুর দ্বিতীয়বার আগমনের পূর্বে কত সময় অতিবাহিত হইবে ইহা যাহারা নির্ধারণ করিয়া দেয় আমরা সেই শ্ৰেণীভুক্ত নহি। অনেকে সময় নির্ধারণ করে, এবং যখন সেই সময় অতিবাহিত হয় তখন তাহাদের দাম্ভিক মনোভাব তিরষ্কার গ্রহণ করে না, কিন্তু তাহারা উপর্যুপরি সময় নির্ধারণ করিতেই থাকে এইরূপ আনুক্রমিক অসফলতা তাহাদিগকে ভাক্ত ভাববাদীরূপে ছাপ মারিয়া দেয়। ~FE 335(1895). LDEBeng 26.4

পৃথিবীর ইতিহাস শেষ হইবার পূর্বে পাঁচ বা দশ বা কুড়ি বৎসর বাকী রহিয়াছে বলিয়া কোন বার্তা ঈশ্বর কোন মনুষ্যের নিকট দেন না। তাঁহার প্রকাশিত হইবার নিমিত্ত প্রস্তুতি গ্রহণে দেরী করার নিমিত্ত কোন অজুহাত তিনি কোন জীবিত প্রাণীকে দিবেন না। অবিশ্বস্ত দাস যেরূপ বলিয়াছিল, “আমার প্রভুর আসিতে বিলম্ব আছে, ” সেইরূপ তিনি কাহাকেও বলিতে দিবেন না, কারণ সেই মহাদিনের নিমিত্ত প্রস্তুত হইবার যে সুযোগ ও অধিকার দত্ত হইয়াছে তাহা হঠকারী অবহেলার দিকে পরিচালিত করিবে। — RH Nov 27, 1900. LDEBeng 26.5