শেষকালিন ঘটনাবলি
সপ্তম আঘাত
আমাদের সপ্তম বাটি ঢালিবার বিষয় অধ্যয়ন করা আবশ্যক [প্রকা ১৬;১৭-২১]। মন্দ শক্তি সমূহ বিনা যুদ্ধে সংগ্রাম ত্যাগ করিবে না। কিন্তু হরমাগিদোনের যুদ্ধে বিধাতার একটি ভূমিকা রহিয়াছে। যখন প্রকাশিত ১৮ অধ্যায়ের দূতের প্রতাপে পৃথিবী আলোকিত হইবে, তখন ভাল ও মন্দ ধর্মীয় শক্তি সমূহ ঘুম হইতে জাগিয়া উঠিবে, এবং জীবন্ত ঈশ্বরের সৈন্য বাহিনী যুদ্ধ ক্ষেত্র দখল করিবে। -7BC 983 (1899). LDEBeng 178.1
হমাগিদোনের যুদ্ধ শীঘ্রই সংঘটিত হইবে। যাহার পরিচ্ছদে রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, এই নাম লেখা আছে যিনি শুক্লবর্ণ অশ্বে আরোহী এবং শ্বেত শুচি মাসীনা-ব [-বস্ত্র পরিহিত; তিনি স্বর্গস্থ সৈন্যগণকে পরিচালনা করেন [প্রকা ১৯:১১-১৬] -7BC 982(1899). ” LDEBeng 178.2
সমগ্র পৃথিবী সমুদ্রের ন্যায় ফুলিয়া ফুঁসিয়া উঠিতেছে। ইহার উপরিভাগ চূর্ণ হইতেছে। ইহার ভিত্তি মনে হয় স্থান চ্যূত হইতেছে! পর্বতমালা ডুবিয়া যাইতেছে, অধিবাসী অধ্যুষিত দ্বীপমালা অদৃশ্য হইতেছে। সদোমের ন্যায় দুষ্কর্মে সমুদ্র বন্দর গুলি পূর্ণ হইতেছে ও ক্রুদ্ধ জলরাশী দ্বারা নিমজ্জিত হইতেছে। পৃথিবীর গর্বের শহরগুলি ভূপাতিত হইতেছে। পৃথিবীর ধনী ব্যাক্তিদের গৌরব প্রকাশ করিবার নিমিত্ত বহু সম্পদে নির্মিত রাজকীয় অট্টালিকা সমূহ তাহাদের চক্ষের সম্মুখে ধ্বসিয়া পড়িতেছে। কারাগারের প্রাচীর সমূহ ভাঙ্গিয়া যাইতেছে এবং তাহাদের বিশ্বাসের নিমিত্ত তথায় বন্দি ঈশ্বরের লোকেরা মুক্ত হইতেছে। --GC637 (1911). LDEBeng 178.3