শেষকালিন ঘটনাবলি

251/336

ধর্মীয় নেতাগণ আশাবাদ পূর্ণ হইবে

দর্শন শাস্ত্রের যুক্তি সমূহ যখন ঈশ্বরের দন্ডাজ্ঞা ভীতি বিতাড়িত করিয়াছে, যখন ধর্মীয় শিক্ষকগণ দীর্ঘ শান্তি ও সমৃদ্ধি পূর্ণ যুগের দিকে নির্দেশ করিতেছে এবং জগ ব্যবসায় এবং ভোগ সুখে, রোপন ও নির্মাণ, ভোজন ও আমোদ স্ফূর্তি, ঈশ্বরের সতর্কবাণী প্রত্যাখ্যান ও তাহার বার্তা বাহকগণকে উপহাসে মগ্ন ছিল তখন হঠা তাহাদের উপরে ধ্বংস নামিয়া আইসে এবং তাহারা কেহই রক্ষা পায় না। —PP 104 (1890). LDEBeng 165.3

যখনই আইসুক,অধার্মিকদের উপরে ঈশ্বরের দিন অকস্মা আসিয়া পড়িবে । জীবন যখন অপরিবর্তিত চক্রে চলিতে থাকে; যখন মনুষ্যেরা আমোদ প্রমোদে, ব্যবসায় ভ্রমণে, অর্থ উপার্জনে ডুবিয়া থাকে; যখন ধর্মীয় নেতৃবর্গ জাগতিক উন্নতি ও শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশকে বড় করিয়া দেখাইতেছে; এবং লোকদিগকে মিথ্যা নিরাপত্তা দ্বারা বুঝানো হইতেছে -তখন, যেমন অরক্ষিত বাসগৃহে চোর গোপনে আইসে, তেমন বিনাশ অধার্মিক ও অসতর্কদিগের উপরে হঠা আসিয়া পড়িবে, “আর তাহারা কোন ক্রমে এড়াইতে পারিবে না।” —GC38 ( 1911) LDEBeng 165.4