শেষকালিন ঘটনাবলি
“পাত্র পরিষ্কার করিয়া পাত্রের মুখ উপরের দিকে রাখ”
শেষ বর্ষার নিমিত্ত আমাদের দুঃশ্চিন্তা করিবার প্রয়োজন নাই। আমাদের একমাত্র করণীয়, আমাদের পাত্র পরিষ্কার করিয়া মুখ উপরের দিকে রাখিয়া স্বর্গীয় বৃষ্টি ধারণ করিবার নিমিত্ত প্রস্তুত থাকিয়া প্রার্থনা করা,” শেষ বর্ষণ আমার পাত্রের মধ্যে পড়ুক। গৌরবান্বিত দূতের জ্যোতি, যাহা তৃতীয় দূতের সহিত মিলিত হয়, তাহা আমার উপর আলোকপাত করুক, আমাকে কার্য্যে অংশ প্রদান করুক; আমি ঘোষণা প্রদান করি; আমি যীশু খ্রীষ্টের সহকার্য্যকারী হই।” এইরূপে ঈশ্বরকে অন্বেষণ করিয়া আমাকে বলিতে দাও, তিনি তোমাকে সর্বদা যোগ্য করিতেছেন, তোমাকে অনুগ্রহ দান করিতেছেন। —UL 2833 (1891). LDEBeng 138.3
উত্তর হঠা দ্রুতগতিতে মহা পরাক্রমে আসিতে পারে বা আমাদের বিশ্বাসের পরীক্ষার্থে বহুদিন বহু সপ্তাহ বিলম্ব হইতে পারে। কিন্তু ঈশ্বর জানেন কিরূপে এবং কখন প্রার্থনার উত্তর দিতে হইবে। ঐশ্বরিক প্রণালীর সহিত আমাদের যোগাযোগ রক্ষা করা আমাদের কার্য্য। এই কার্য্যে ঈশ্বর তাঁহার অংশের নিমিত্ত দায়ী। তিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। আমাদের নিকট মহা ও জরুরী বিষয় হইল, সকল প্রকার হিংসা বিদ্বেষ পরিত্যাগ করিয়া এক আত্মা ও এক চিত্ত বিশিষ্ট হইয়া নম্র যাজকরূপে জাগ্রত ও অপেক্ষা করা। আমাদের প্রতিনিধি ও মস্তক যীশু, জাগ্রত ও প্রার্থনাশীল দিগের নিমিত্ত পঞ্চাশত্তমীর দিনে যাহা করিয়াছিলেন, আমাদের নিমিত্তও তাহা করিতে প্রস্তুত আছেন। —3 SP 272 (1878). LDEBeng 138.4
আমি নির্দিষ্ট সময় বলিতে পারি না কখন পবিত্র আত্মার বর্ষণ হইবে, তখন পরাক্রমশালী দূত স্বর্গ হইতে নামিয়া আসিবেন এবং এই পৃথিবীর কার্য্য সমাপ্ত করিবার নিমিত্ত তৃতীয় দূতের সহিত মিলিত হইবেন। আমার বার্তা এই যে আমাদের একমাত্র নিরাপত্তা এই আমরা আমাদের প্রদ্বীপ প্রজ্জ্বলিত রাখিয়া স্বর্গীয় তাপশাস্তির নিমিত্ত প্রস্তুত থাকিব। ISM 192 (1892). LDEBeng 138.5