শেষকালিন ঘটনাবলি

207/336

সম্পূর্ণ সমর্পন আবশ্যক

ঈশ্বর অকুণ্ঠ সমর্পন অপেক্ষা কম কিছু গ্রহণ করিবেন না। নিরূদ্যম ও পাপ পূর্ণ খ্রীষ্টিয়ান স্বর্গে প্রবেশ করিবে না। তাহারা তথায় সুখ খুঁজিয়া পাইবেনা, কারণ তাহারা রাজকীয় পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণকারী উচ্চমানসম্পন্ন ও পবিত্র নীতিমালা সম্পর্কে কিছুই জানে না। প্রকৃত খ্রীষ্টিয়ান স্বর্গের দিকে তাহার হৃদয়ের জানালা খুলিয়া রাখে। সে খ্রীষ্টের সহভাগিতায় বাস করে। তাহার ইচ্ছা খ্রীষ্টের ইচ্ছার অনুরূপ। ক্রমান্বয়ে খ্রীষ্টের ন্যায় হওয়া তাহার সর্বোচ্চ আকাঙ্খা। — RH May 16, 1907. LDEBeng 136.6

আমরা পবিত্র আত্মাকে ব্যবহার করিতে পারি না। আত্মা আমাদিগকে ব্যবহার করিবেন । আত্মার মাধ্যমে ঈশ্বর তাঁহার লোকদের মধ্যে “আপন হিত সঙ্কল্পের .... ইচ্ছা ও কার্য্য উভয়ের সাধনকারী” (ফিলি ২:১৩)। অনেকে ইহার অনুবর্তী হইবে না । তাহারা নিজেরাই নিজেদিগকে পরিচালনা করিবে। এই কারণে তাহারা স্বর্গীয় দান প্রাপ্ত হয় নাই । যাহারা নম্রভাবে ঈশ্বরের উদ্দেশ্যে অপেক্ষা করে; যাহারা তাহার পরিচালনা এবং অনুগ্রহের নিমিত্ত জাগ্রত থাকে, কেবল তাহাদিগকেই আত্মা দত্ত হয়। —DA 672 (1898). LDEBeng 137.1