শেষকালিন ঘটনাবলি

203/336

আমাদিগকে অবশ্যই প্রকৃত অনুতাপে আমাদের হৃদয় নত করিতে হইবে

আমাদের সকল প্রয়োজনের মধ্যে বৃহত্তম এবং সর্বাপেক্ষা জরুরী হইল আমাদের মধ্যে প্রকৃত ঈশ্বর প্রেমের পুনর্জাগরণ। ইহার অন্বেষণ আমাদের প্রথম কার্য হইতে হইবে। সদাপ্রভুর আশীর্বাদ পাইবার নিমিত্ত ঐকান্তিক প্রচেষ্টা থাকিতে হইবে, ঈশ্বর যে আমাদের উপরে আশীর্বাদ বর্ষণ করিতে চাহেন না, এই কারণে নহে, কিন্তু কারণ আমরা ইহা গ্রহণ করিবার নিমিত্ত প্রস্তুত নহি। জাগতিক পিতামাতাগণ তাহাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দিতে যতখানি ইচ্ছুক, যাহারা তাঁহার নিকট যাঞা করে, তাহাদিগকে পবিত্র আত্মা প্রদান করিতে আমাদের স্বর্গীয় পিতা তাহা অপেক্ষা অধিক ইচ্ছুক। যে শর্তে ঈশ্বর আমাদিগকে তাঁহার আশীর্বাদ প্রদান করিবেন, তাহা, পাপস্বীকার, নম্রতা, অনুতাপ এবং ঐকান্তিক প্রার্থনা দ্বারা পূর্ণ করা আমাদের কার্য্য। প্রার্থনার উত্তরে কেবল একটি পুনর্জাগরণ প্রত্যাশা করা আবশ্যক। —ISM 121 (1887). LDEBeng 134.8

আমি তোমাদিগকে বলিতেছি, আমাদের মধ্যে একটি সর্বতোরূপে পুনর্জাগরণ আবশ্যক । একটি পরিবর্তিত পরিচর্য্যা আবশ্যক, পাপ স্বীকার, অনুতাপ এবং পরিবর্তন আবশ্যক । অনেকে যাহারা বাক্য প্রচার করে তাহাদের অন্তরে খ্রীষ্টের রূপান্তর সাধারণত অনুগ্রহ থাকা আবশ্যক অনন্তকালের নিমিত্ত বিলম্ব হইয়া যাইবার পূর্বে তাহাদের কার্য্য পুরাদস্তর করিবার পথে অন্য কিছু বাধা স্বরূপ না হউক। — Letter 51, 1886. LDEBeng 135.1