শেষকালিন ঘটনাবলি

188/336

সরল সাক্ষ্য ঝাঁকুনী সৃষ্টি করিবে

আমি যে ঝাঁকুনী দেখিয়াছি আমি তাহার অর্থ জিজ্ঞাসা করিলাম, এবং দেখান হইল যে লায়দিকেয়ার প্রতি প্রকৃত সাক্ষীর উপদেষ্টা কর্তৃক আহূত সরল সাক্ষ্য দ্বারা ইহা সাধিত হয় । ইহা গ্রহিতার অন্তরে প্রভাব ফেলিবে এবং তাহাকে নিশান উড়াইতে এবং সরল সত্যে চলিতে পরিচালিত করিবে। অনেকে এই সরল সাক্ষ্য বহন করিবে না। তাহারা ইহার বিপক্ষে উঠিবে এবং ইহাই ঈশ্বরের লোকদের ভিতরে ঝাঁকুনী সৃষ্টি করিবে। IT 181 (1857). LDEBeng 125.3

আমাদের মধ্যে অনেকে থাকিবে যাহারা নিজেদিগকে বাঁচাইবার নিমিত্ত আখনের ন্যায় বিলম্বে স্বীকারোক্তি করিবে।... তাহারা সদের সহিত সমতানে নহে। তাহারা অন্তরে আগত সরল সাক্ষ্যের অবমাননা করে এবং যাহারা ভর্সনা করে তাহাদের প্রত্যেককে নিরব দেখিতে পাইলে উল্লাসিত হইবে। -3T 272 (1873). LDEBeng 125.4

সদাপ্রভু অতীতে বহনকৃত সরল সাক্ষ্যের নবায়ন আহবান করেন। তিনি আধ্যাত্মিক জীবনের নবায়ন আহবান করেন । তাঁহার লোকদের আধ্যাত্মিক শক্তি বহুদিন যাব অকর্মণ্য, এই দৃশ্যত মৃত্যু হইতে পুনরুত্থান হইতে হইবে। প্রার্থনা এবং পাপ স্বীকার দ্বারা আমরা রাজার রাজপথ পরিষ্কার রাখিব। —8T 297 (1904). LDEBeng 125.5