খ্রীষ্টীয় পরিচর্যা
অধ্যায় ১০ — নানান পদ্ধতি
বাড়ি বাড়ি অভিযান
বিশেষ পাবলিক প্রচেষ্টার সঙ্গে জনগনের ঘরে ঘরে গিয়ে কাজ করা গুরুত্ব সমতুল্য । বড় শহরগুলিতে এমন কিছু নির্দিষ্ট শ্রেণী রয়েছে যাদের মধ্যে জনসভার মাধ্যমে প্রবেশ করা যায় না। মেষপালকের হারানো মেষের অন্বেষণের মতো এদের অনুসন্ধান করতে হবে। পরিশ্রমী, ব্যক্তিগত প্রচেষ্ট তাদের পক্ষে চালাতে হবে। ব্যক্তিগত কাজ যখন অবহেলিত হয়, তখন অনেক মূল্যবান সুযোগ নষ্ট হয়ে যায়, যেগুলি কাজে লাগালে তারা সঠিক সিদ্ধান্তে কাজের অগ্যগতি সাধন করতে পারতেন। -Testimonies for the Church 9:111. ChSBen 115.1
কাজের পাশাপাশি সহানুভশীল কথার প্রয়োজন। খ্রীষ্ট প্রেম এবং সদর্থক কার্যকলাপের মাধ্যমে তাঁর বার্তা প্রদানের সূচনা করেছেন । এই কর্মীদের ঘরে ঘরে যেতে হবে, যেখানে সাহায্যের প্রয়োজন সেখানে সহায়তা করতে হবে এবং সুযোগ বুঝে ক্রুশের গল্পটি জানাতে হবে। খ্রীষ্ট তাদের পাঠ্য হবে। তাদের তাত্ত্বিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার দরকার নাই; তাদের খ্রীষ্টের কাজ এবং আত্মত্যাগের কথা বলতে দিন । তাঁর পবিত্রতা প্রকাশের মাধ্যমে তারা তাঁর ধার্মিকতাকে নিজেদের জীবনে প্রযুক্ত রাখুক। -Testimonies for the Church 7:228. ChSBen 115.2
ঈশ্বরের কাছে ব্যক্তি বিশেষ নাই । তিনি নম্র , নিষ্ঠাবান খ্রীষ্টানদের ব্যবহার করবেন, এমনকি তারা অন্য কারও মতো এত পুঙ্খানুপুঙ্খ শিক্ষা না পেলেও । এই জাতীয় লোকেরা ঘরে ঘরে কাজের মাধ্যমে তাঁর পরিচর্যায় নিযুক্ত হোক। আগুনের পাশে বসে, তারা যদি বিনয়ী, বিচক্ষণ ও ধার্মিক হয় - একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার চেয়ে পরিবারগুলির প্রকৃত চাহিদা মেটাতে আরও বেশি কিছু করতে পারে। -Testimonies for the Church 7:21. ChSBen 115.3
আমাদের মন্ডলীগুলির সদস্যদের মধ্যে বাইবেল পাঠ প্রদান এবং পুস্তক-পুস্তিকা বিতরণের জন্য আরও বাড়ি - বাড়ি প্রচারক কর্মীর প্রয়োজন। -Testimonies for the Church 9:127. ChSBen 115.4
যারা ঘরে ঘরে পরিশ্রমে নিযুক্ত হবেন তারা বিভিন্ন সূত্রে প্রচারের সুযোগ খুজেঁ পাবেন। তারা অসুস্থদের জন্য প্রার্থনা করবেন, এবং তাদের যন্ত্রণা লাঘব করতে সাধ্যমতো সর্বাত্মক প্রচেষ্টা করবেন। তাদের নীচু, দরিদ্র এবং নিপীড়িতদের মধ্যে কাজ করা উচিত। আমাদের অসহায়দের জন্য এবং তাদরে সঙ্গে প্রার্থনা করা উচিত । লালসা নিয়ন্ত্রণের এমন মানসিক শক্তি নাই যাতে আবেগ অবদমিত হয় । যাদের অন্তরে আগ্রহ জাগ্রত হয় তাদের জন্য আন্তরিক,ধৈর্যশীল প্রচেষ্টা করতে হবে। অনেকের কাছে পৌঁছানো যেতে পারে শুধুমাত্র নির্লিপ্ত করুণাময় আচরণের মাধ্যমে। তাদের শারীরিক চাওয়াগুলি সর্বাগ্রে পূরণ করতে হবে। তারপর আমাদের নিঃস্বার্থ ভালবাসার প্রমাণ দেখতে পেয়ে খ্রীষ্টের ভালবাসায় বিশ্বাস করা তাদের পক্ষে আরও সহজ হবে। -Testimonies for the Church 9: 6:83,84. ChSBen 115.5
কর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের সামনে বাইবেল খুলুক, প্রকাশনা সমূহ বিতরণ করুক, এবং যে আলো তাদের নিজেদেরকে আশীর্বাদ করেছে সেই প্রসঙ্গে অন্যদের বলুক। -Testimonies for the Church 9:123. ChSBen 116.1
আমাদের ত্রাণকর্তা ঘরে ঘরে গিয়ে অসুস্থদের নিরাময় করেছিলেন, শোকগ্রস্তদের সান্ত্বনা দিয়েছিলেন, দুঃখীদের দুঃখ প্রশমিত করেছিলেন, এবং অসন্তুস্টদের শান্তির কথা বলেছিলেন । তিনি ছোট শিশুদের কোলে নিয়ে আশীর্বাদ করেছিলেন এবং ক্লান্ত মায়েদের কাছে আশা ও সান্তÍ্বনার কথা বলেছিলেন। নিজের জন্য নয়, কিন্তু অপরের জন্য তিনি পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন সকলের সেবক। যাদের সঙ্গে তিনি যোগাযোগে আসতেন তাদের সকলের কাছে আশা ও শক্তি পৌঁছে দেওয়াই ছিল তাঁর খাদ্য ও পানীয়। -Gospel Workers , 188. ChSBen 116.2
সত্যের উপস্থাপনা , ভালবাসা ও সরলতায় , ঘরে ঘরে গিয়ে, সেই নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা খ্রীষ্ট তাঁর শিষ্যদের দিয়েছিলেন যখন তিনি তাদের প্রথম মিশনারি যাত্রায় প্রেরণ করেছিলেন। প্রশংসার গান, বিনীত ও আন্তরিক প্রার্থনা দ্বারা, অনেকের কাছে পৌঁছানো যাবে। দিব্য কর্মবীর অন্তরে দৃঢ় বিশ্বাস পাঠাতে বিদ্যমান থাকবেন। ” আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি” হল তাঁর প্রতিশ্রুতি। এই ধরনের সহায়কের স্থায়ী উপস্থিতির নিশ্চয়তা নিয়ে আমরা বিশ্বাস, এবং প্রত্যাশা এবং সাহসের সঙ্গে শ্রম দিতে পারি। -Testimonies for the Church , 9:34. ChSBen 116.3
বাড়ি বাড়ি শ্রমিকের প্রয়োজন আছে। প্রভু প্রচেষ্টামূলক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন যেই স্থানের লোকেরা বাইবেলের বিন্দুবিসর্গ জানে না সেই জায়গাগুলোতে প্রচারের চেষ্টা চালাতে । মানুষের ঘরে ঘরে গান, প্রার্থনা ও বাইবেল পাঠ অুনষ্ঠানের প্রয়োজন। এখন, ঠিক এখনই, আদেশ পালনের সময়, ” আমি তোমাদের যা আদেশ করেছি তা সমস্তই পালন করতে তাদরে শিক্ষা দাও।” যারা এই কাজ করবেন তাদের শাস্ত্র সম্বন্ধে একটি প্রস্তুত জ্ঞান থাকবে। ” লেখা আছে ” তাদের প্রতিরক্ষার অস্ত্র হতে হবে। -Counsels to Parents, Teachers, and Students, 540. ChSBen 116.4
আমার ভাই ও বোনেরা , যারা আপনার কাছাকাছি বাস করেন তাদের কাছে যান এবং সহানুভূতি এবং দয়াকে অবলম্বন করে তাদের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করুক। এমন নিশ্চিতভাবে কাজ করবেন যাতে কুসংস্কার তৈরি হওয়ার জায়গায় দূর হয়ে যাবে। এবং স্মরণে রাখবেন যে, যারা এই সময়ের জন্য সত্য জানেন, এবং তথাপি তাদের নিজের মন্ডলীগুলিতেই তাদের প্রচেষ্টা সীমাবদ্ধ রেখেছেন, তাদের অরূপান্তরিত প্রতিবেশীর জন্য কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের অসম্পূর্ণ দায়িত্ব পালনের জন্য দোষী করা হবে। -Testimonies for the Church 9:34. ChSBen 116.5
এই প্রথম সফরে শিষ্যরা কেবল সেই সবস্থানে গিয়েছিলে যেখানে যীশু তাদের পূর্বে গিয়েছিলেন এবং বন্ধুত্ব করেছিলেন। তাদের ভ্রমণের প্রস্তুতিটি ছিল সহজ - সরল । কোন কিছুই তাদের মহান কাজ থেকে তাদের মনকে অন্যদিকে বিক্ষিপ্ত করতে পারে না, কিম্বা কোনক্রমেই বিপক্ষকে উত্তেজিত করে না এবং পরবর্তী কাজের সামনে দরজা বন্ধ করে দেয় না। তাদের ধর্মীয় শিক্ষকদের পোশাক ধারণের প্রয়োজন ছিল না, বা বিনয়াবনত কৃষদের থেকে নিজেদের পৃথক দেখাতে ছদ্মবেশের দরকার হয়নি। তাদের সমাজগৃহে প্রবেশ করার এবং জনগণের পরিচর্যার উদ্দেশ্যে তাদের সমবেত করার কোন আবশ্যকতা ছিল না। তাদের চেষ্টা ছিল ঘরে ঘরে গিয়ে সেবা করা। অহেতুক অভিবাদন কিম্বা বিনোদনের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সময় নষ্ট করার অবকাশ ছিল না। তবে প্রত্যেক জায়গায় আন্তরিকতার সঙ্গে, তারা যেন স্বয়ং খ্রীষ্টকেই বরণ করেন। সুন্দর অভিবাদন জানিয়ে তাদের বাসভবনে প্রবেশ করতে হয়, ” এই গৃহের শান্তি হোক। ” সেই গৃহ তাদের প্রার্থনা গীত , এবং পারিবারিক পরিমন্ডলে শাস্ত্রপাঠের মাধ্যমে আশীর্বাদে ভরপুর হয় । -The Desire of Ages ,351, 352. ChSBen 117.1
আপনার প্রতিবেশীদের বন্ধুত্বপূর্ণ জথে পরিদর্শন করুন এবং তাদের সঙ্গে পরিচিত হোন। ... যারা এই কাজকে গ্রহন করে না, যারা উদাসীনতা নিয়ে কাজ করে, তারা অচিরেই তাদের প্রথম প্রেম হারাবে, এবং তাদের আপন ভাইয়েদের নিন্দা, সমালোচনা ও বদনাম করা শুরু করবে। -The Review and Herald, May 13,1902. ChSBen 117.2
প্রেরিতের প্রচেষ্টা জনসমকে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; সেখানে এমন অনেক লোক ছিল যাদের কাছে এই পন্থায় পৌঁছানো সম্ভব ছিল না। তিনি ঘরে- ঘরে প্রচারের জন্য অনেক সময় ব্যয় করেছিলেন, এইভাবে পারিবারিক পরিধির মধ্যে পরিচিতি ও খ্যাতি অর্জন করেছিলেন। তিনি অসুস্থদের পরিদর্শনে যেতেন, দুঃখীকে সান্ত্বনা দিতেন এবং নিপীড়িতদের তুলে ধরতেন। এবং তিনি যা কিছু বলেছিলেন এবং করেছিলেন তার সমস্থ কিছুতেই তিনি যীশুর নামকে মহিমান্বিত করেছিলেন। এইভাবে তিনি পরিশ্রম করেছিলেন, “দুর্বলতা, ভয়, এবং শিহরণের সঙ্গে।” তিনি কম্পিত হতেন পাছে তার শিক্ষায় দিব্যভাবের চেয়ে মানবিক ভাব প্রকাশিত হয়। - The Acts of the Apostles , 250. ChSBen 117.3
একে একে আপনার প্রতিবেশীদের কাছে যান এবং তাদের কাছাকাছি থাকুন যতক্ষণ না তাদের হৃদয় আপনার নিঃস্বার্থ আগ্রহ এবং ভালবাসায় উষ্ণ হয়। তাদের প্রতি সহানুভূতি প্রকাশ কারুন, তাদের সঙ্গে প্রার্থনা করুন, তাদের মঙ্গল করার সুযোগ দেখুন, আর আপনি যেমন পারেন, তেমনই কয়েক জনকে একত্রিত করে তাদের অন্ধকারাচ্ছন্ন অন্তরে ঈশ্বরের বাক্যের আলো পৌঁছে দিন। লোদের আত্মার জন্য হিসাব রচনা করতে এবং ঈশ্বর আপনাকে তাঁর নৈতিক দ্রাক্ষাক্ষেত্রে শ্রম দেওয়ার জন্য যে সমস্ত সুযোগসুবিধা প্রদান করেন সেগুলি সর্বাধিকভাবে উপস্থাপন করতে জাগ্রত থাকুন। আপনার প্রতিবেশীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এবং আপনার ক্ষমতায় সমস্ত সদয় ব্যবহারের ক্ষেত্রে এবং অবহেলা করবেন না, যাতে অপনি ” সর্ব প্রকারে কিছু মানুষকে রক্ষা করতে পারেন। ” প্রেরিত পৌলকে যে আত্মা ঘরে ঘরে গিয়ে অশ্রুসিক্তভাবে আবেদন এবং “ঈশ্বরের প্রতি অনুতাপ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস” শিক্ষা দিতে প্রবৃত্ত করেছিলেন আমাদের সেই আত্মার অন্বেষণ প্রয়োজন। -The Review and Herald , March 13,1888. ChSBen 117.4
আমাদের শহরগুলিতে যে কার্য সাধন করতে হবে তা প্রভু আমার সামনে উপস্থাপন করেছেন। এই শহরের বিশ্ববাসীবর্গ তাদের আশপাশের পড়শীদের ঘরে ঘরে ঈশ্বরের কাজ করবেন। তাদের নীরবে এবং বিনম্রভাবে কাজ করতে হবে, এবং তারা যেখানেই যাবেন তাদের সঙ্গে বহন করবেন স্বর্গীয় বার্তাবরণ। -Testimonies for the Church: 9128. ChSBen 118.1