খ্রীষ্টীয় পরিচর্যা
মনোগ্রাহী দৃশ্য
রাতের দর্শনের মধ্যে একটি অত্যন্ত চিত্তাকর্ষক দৃশ্য আমার সামনে উদ্ভাসিত হল। আমি দেখলাম আগুনের একটি বিশাল বলয় কিছু মনোরম প্রাসাদে পতিত হল এবং তাদের তাৎক্ষনিক ধ্বংসের কারণ হল। আমি কাউকে বলতে শুনলাম , “আমরা জানতাম ঈশ্বরের বিচার পৃথিবীতে নেমে আসছে, কিন্তু আমরা জানতাম না যে তা এত তাড়াতাড়ি আসবে।” অন্যরা, উদ্বিগ্ন কন্ঠে বললেন, ” আপনি জানতেন! তাহলে কেন আপনি আমাদের বলেন নি? আমরা তো এটা জানতাম না!” আমি সব দিক থেকে একই রকম নিন্দার কথা শুনতে পেলাম। ChSBen 114.1
ভীষণ কষ্টে আমি জেগে উঠলাম। আমি আবার ঘুমাতে গেলাম, এবং আমার মনে হল একটা বিশাল সমাবেশে অংশ নিয়েছি। কর্তৃপক্ষের একজন প্রতিষ্ঠানকে সম্বোধন করছিলেন, যার সামনে বিশ্বের মানচিত্র মেলে ধরা হয়েছিল। তিনি বললেন যে মানচিত্রে ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রের চিত্র রয়েছে, যা চাষ করা প্রয়োজন। স্বর্গের আলো যার উপরেই উজ্জ্বল হবে, তাকেই অন্যদের কাছে সেই আলোর প্রতিফলন ঘটাতে হবে। অনেক জায়গায় আলো জ্বালানোর দরকার ছিল এবং আলোগুলি থেকে অন্যান্য আলো প্রজ্বলিত হওয়ার প্রয়োজন ছিল। ChSBen 114.2
এই কথাগুলির পুনরাবৃত্তি হলঃ ” তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় , তবে তাহা কি প্রকারে লবণের গুনবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি: পর্বতের উপরে ¯িথত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লোকে প্রদীপ জ্বলিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গ¯থ পিতার গৌরব করে। মথি 5t13-16। ChSBen 114.3
আমি শহর ও গ্রামের থেকে উৎসারিত আলোকের ঝরণাধারা দেখতে পেলাম এবং পৃথিবীর উচ্চস্থান এবং নিম্নস্থান থেকে আলো বিচ্ছুরিত হল । ঈশ্বরের বাক্যে পালিত হয়েছিল এবং তার ফলশ্রুতিতে প্রতিটি নগর ও গ্রামে তাঁর স্মরণিকা স্থাপিত হল। সারা জগতে তাঁর সত্য প্রচালিত হল। -Testimonies for the Church 9:28,29. ChSBen 114.4