খ্রীষ্টীয় পরিচর্যা
শয়তানিক মৃত্যুর বিভীষিকা
ঈশ্বরের লোকেদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সময়ের চিহ্নগুলি উপলব্ধি করতে হবে। খ্রীষ্টের আগমনের চিহ্নগুলি নিঃসন্দেহে সুষ্পষ্ট, এবং এগুলির পরিপেক্ষিতে যারা সত্য ঘোষণা করেন তার সকলেই এক এক জন জীবন্ত প্রচারক। ঈশ্বর সকলকে, প্রচারক এবং আমজনতা, জাগরণের আহ্বান জানান। সমগ্র স্বর্গ স্পন্দিত হয়। পৃথিবীর ইতিহাসের দৃশ্যাবলি দ্রুত শেষ হচ্ছে। আমরা শেষ দিনের সংকটের মধ্যে আছি। আমাদের সামনে বিশাল বিপদ, কিন্তু আমরা জেগে নাই। ঈশ্বরের পক্ষে এমন কার্যকলাপ এবং আন্তরিকতার অভাব ভয়ঙ্কর। মৃত্যুর এই বিভীষিকার হোতা হল শয়তান। -Testimonies for the Church 1:260, 261. ChSBen 41.1
অবিশ্বাস, মৃত্যুর যবনিকার মতো, আমাদের মণ্ডলীগুলিকে ঘিরে রেখেছে, কারণ যারা মূল্যবান সত্য জানে না তাদের কাছে আলো পৌঁছাতে তারা ঈশ্বরদত্ত তালন্ত ব্যবহার করেনি। যারা আলোয় আনন্দ করে এমন ক্ষমাপ্রাপ্ত আত্মাদের প্রভু আহ্বান করেন অন্যদের সত্য জানানো জন্য। -The General Conference Bulletin, 1893, 133. ChSBen 41.2
শয়তান এখন ঈশ্বরের লোকদের নিষ্ক্রিয় অবস্থায় রেখে দিতে চাইছে, সত্য বিস্তারে তাদের ভূমিকা থেকে সে তাদের বিরত রাখতে চায়, যেন অবশেষে তাদের তুলিত করা হয় এবং তারা ওজনে কম পড়ে। -Testimonies for the Church 1:260. ChSBen 41.3
মানুষ বিপদে আছে। জনতা বিনষ্ট হচ্ছে। কিন্তু এই মানুষগুলির জন্য খ্রীষ্টের নামধারী শিষ্যগণের মধ্যে অল্পই দায়িত্বশীলতা অনুভব করে। বিশ্বের নিয়তি আজ দ্বন্দ্বদোলায় দোদুল্যমান, কিন্তু এটা এমনকি তাদের মনেও সহজে রেখাপাত করে না যারা মর্ত্যকে দেওয়া সর্বাপেক্ষা সুদূর প্রসারী সত্যকে বিশ্বাস করেন বলে দাবি করেন। সেই প্রেমের অভাব রয়েছে যা খ্রীষ্টকে তাঁর স্বর্গীয় বাসস্থান ত্যাগ করে মানুষের স্বভাব গ্রহণে উদ্যত করে, যেন মানবতা মাবনবতাকে স্পর্শ করতে পারে এবং মানবতাকে ঐশিকতার দিকে আকৃষ্ট করে। ঈশ্বরের লোকদের উপর রয়েছে অস্থিরতা ও পঙ্গুতার ছায়া যা তাদের সময়ের কর্তব্যবোধ থেকে দূরে রাখে। -Christ’s Object Lessons, 303. ChSBen 41.4
শয়তান তার বাহিনীকে শক্তিশালী করার জন্য এবং নিজের দলে আত্মাদের টানার জন্য ভেকধারী খ্রীষ্টানদের সংজ্ঞাহীন, তন্দ্রালু ভাবমূর্তিকে ব্যবহার করে। অনেকে ভাবে তারা খ্রীষ্টের জন্য প্রকৃত কোন কাজ না করলেও তারা খ্রীষ্টের পক্ষেই আছে, তারা শত্রুকে জমি পুনর্দখল এবং সুযোগ গ্রহণের পথ করে দিচ্ছে। প্রভুর জন্য অনলস কর্মী হতে ব্যর্থ হয়ে, কর্তব্য পূর্বাবস্থায় ফেলে রেখে এবং বলার কথা না বলে, তারা শয়তানকে এমন মানুষদের নিয়ন্ত্রণের অনুমতি দিয়েছে যাদের খ্রীষ্টের পক্ষে জয় করা যেত। -Christ’s Object Lessons, 280. ChSBen 42.1
আমি যখন শাস্ত্র অধ্যয়ন করি, এই শেষ দিনের ঈশ্বরের ইম্রায়েলের জন্য শঙ্কিত হই। তাদের মূর্তিপূজা থেকে পলায়নের পরামর্শ দেওয়া হয়েছে। আমি আশঙ্কা করি যে তারা ঘুমিয়ে আছে এবং জগতের সঙ্গে তারা এতটাই সুসংগত হয়েছে যে ঈশ্বরের সেবা করে এমন ব্যক্তি এবং যারা তাঁর সেবা করে না তার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। খ্রীষ্ট এবং তাঁর প্রজাদের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। খ্রীষ্টের দাবিদার প্রজা এবং জগতের মধ্যে পার্থক্যচিহ্ন প্রায় অদৃশ্য হয়ে গেছে। প্রাচীন ইম্রায়েলের মতো, তারও তাদের আশেপাশের জাতিগুলির ঘৃণার্হ বস্তুগুলির পিছনে ছোটে। -Testimonies for the Church 1:277. ChSBen 42.2