খ্রীষ্টীয় পরিচর্যা
দিব্য কমিশন
শিষ্যরা যে কাজ করেছিলেন, আমাদেরও সেটা করতে হবে। প্রত্যেক খ্রীষ্টানকে ধর্মপ্রচারক হতে হবে। দয়া ও সহানুভূতির সঙ্গে অভাবগ্রস্তদের সহায়তা করতে হবে, নিঃস্বার্থ আন্তরিকতার সঙ্গে মানবতার যন্ত্রণা লাঘব করতে হবে। - The Ministry of Healing, 104. ChSBen 27.2
স্বর্গারোহণের পূর্বে, খ্রীষ্ট তাঁর শিষ্যদের দায়িত্ব দিয়েছিলেন। তিনি তাদের বলেছিলেন যে তাদের সেই ইচ্ছাশক্তির পরিচালক হতে হবে যার মধ্যে তিনি দুনিয়াতে অনন্ত জীবনের সম্পদ গচ্ছিত রেখেছেন। - The Acts of the Apostles, 27. ChSBen 27.3
প্রথম শিষ্যদের দেওয়া কর্মভারে, প্রত্যেক যুগের বিশ্বসীদের অংশ রয়েছে। যে কেউ সুসমাচার পেয়েছে তাকেই জগৎকে দানের জন্য পবিত্র সত্য প্রদান করা হয়েছে। ঈশ্বরের বিশ্বস্ত লোকেরা সর্বদাই উদ্যমশীল প্রচারক হয়েছেন, তাদের সম্পদকে তাঁর নামের সম্মানার্থে পবিত্র করেছেন, এবং বুদ্ধিপূর্বক তাদের প্রতিভাকে তাঁর সেবায় ব্যবহার করেছেন। - The Acts of the Apostles, 109. ChSBen 27.4
সুসমাচার প্রচারের আদেশ খ্রীষ্টের রাজত্বের মহান মিশনারি সনদ। আত্মা জয়ের উদ্দেশ্যে শিষ্যদের আন্তরিকভাবে কাজ করতে বলা হয়েছিল, প্রত্যেককে করুণার আমন্ত্রণ দেওয়া হয়েছিল। লোকেরা তাদের কাছে আসা পর্যন্ত তারা সবুর করতে পারেন নি; তারা তাদের বার্তা নিয়ে লোকদের কাছে পৌঁছেছিলেন। - The Acts of the Apostles, 28. ChSBen 27.5
এই পৃথিবীতে থাকাকালীল খ্রীষ্ট যে কাজ করেছিলেন তার দায়িত্ব গ্রহণ করতে ঈশ্বরের বার্তাবাহকদের নিযুক্ত করা হয়েছে। তাঁর প্রচারের সমস্ত কর্মসূচি তাদের পদে পদে পালন করতে হবে। আন্তরিকতা এবং ঐকান্তিকতার সঙ্গে তাদের অজ্ঞেয় ঐশ্বর্য এবং স্বর্গের অক্ষয় সম্পদ সম্পর্কে মানুষকে বলতে হবে। - Testimonies for the Church 9:130. ChSBen 27.6
যে কর্মভার শিষ্যদের দেওয়া হয়েছিল তা আমাদেরও দেওয়া হয়েছে। আজ, তখনকারের মতো, ক্রুশাহত এবং পুনরুত্থিত ত্রাণকর্তাকে জগতের ঈশ্বরবিহীন এবং আশাহত মানুষের সামনে তুলে ধরতে হয়। প্রভু পাস্টর, শিক্ষক এবং ধর্মপ্রচারকদের জন্য আহ্বান করেন। তাঁর দাসগণ দ্বারে দ্বারে পরিত্রাণের বার্তা ঘোষণা করবেন। খ্রীষ্টের মাধ্যমে ক্ষমার বার্তা প্রত্যেক জাতি, গোষ্ঠী, ভাষা ও প্রজাবৃন্দের কাছে পৌঁছে দিতে হবে। নীরস, নিষ্প্রাণ ভঙ্গীতে বার্তাটি প্রদত্ত হবে না, কিন্তু স্পষ্ট, সুস্থির, এবং উদ্দীপক ভাষায় তা উচ্চারিত হবে। শত শত মানুষ তাদের জীবনযন্ত্রণা থেকে উদ্ধারের সতর্কবাণী শোনার অপেক্ষায় আছে। বিশ্ব খ্রীষ্টানদের মধ্যে খ্রীষ্টধর্মের শক্তি যেন প্রমাণরূপে দেখতে পায়। নিছক কয়েকটি জায়গায় নয়, কিন্তু সমগ্র বিশ্বজুড়ে করুণার বার্তা প্রয়োজন। - Gospel Workers, 29. ChSBen 28.1
যীশু যখন স্বর্গে আরোহণ করেছিলেন, তিনি পৃথিবীতে তাদের উপরেই কর্মভার ন্যস্ত করেছিলেন যারা সুসমাচারের আলো পেয়েছিলেন। তাদের কাজটি সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি তাঁর সত্য প্রচারের জন্য অন্য কোন সংস্থান করেন নি। “তোমরা সমুদয় জগতে যাও এবং প্রত্যেক প্রাণীর কাছে সুসমাচার প্রচার কর।” “আর দেখ, আমি সর্বদা, এমনকি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” এই গৌরবময় দায়ভার এযুগে আমাদের কাছে পৌঁছেছে। ঈশ্বর মণ্ডলীর কাছে এই বার্তা গ্রহণ বা প্রত্যাখ্যানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। - Historical Sketches, 288. ChSBen 28.2
আমাদের উপরে এক পবিত্র দায়িত্ব স্থাপন করা হয়েছে। আমাদের আদেশ দেওয়া হয়েছে ঃ “তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য কর। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি, যেসব তাদের পালন করতে শেখাও; আর দেখ, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” Mathew 28 : 19, 20, margin. পরিত্রাণের সুসমাচার জ্ঞাত করার কাজে আপনি উৎসর্গীত। স্বর্গের পরিপূর্ণতা আপনার শক্তি। -Testimonies for the Church 9:20, 21. ChSBen 28.3