খ্রীষ্টীয় পরিচর্যা

6/273

আলো ও আশীর্বাদের প্রবাহ

আমাদের পবিত্র প্রণালী হতে হবে, যার মধ্য দিয়ে স্বর্গীয় জীবন অন্যদের সন্নিকটে প্রবাহিত হবে। পবিত্র আত্মা সমগ্র মণ্ডলীকে প্রাণবন্ত এবং প্রশস্ত করবেন, হৃদয়কে বিশুদ্ধ ও সুদৃঢ় করার মাধ্যমে। -Testimonies for the Church 9:20. ChSBen 23.1

খ্রীষ্টের প্রচারক হিসাবে যীশুর প্রত্যেক অনুগামীর কিছু না কিছু কাজ রয়েছে, পরিবারে, আশেপাশে, শহর বা নগরে, যেখানে তিনি বাস করেন। ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিতপ্রাণ সকলেই আলোর প্রণালী। সত্যের আলোর বিষয়ে অন্যদের বলার জন্য ঈশ্বর তাদের ধার্মিকতার সরঞ্জাম হিসাবে গঠন করেছেন। - Testimonies for the Church 2:632. ChSBen 23.2

ক্লান্তও ক্ষুধার্ত অবস্থায় তিনি যখন কূপের ধারে উপবিষ্ট, যীশুর তখনকার কাজের ফল সুদূরপ্রসারী আশীর্বাদ বহন করে। সাহয্যের জন্য যে আত্মাকে তিনি অন্বেষণ করেছিলেন সে অন্যের কাছে পৌঁছানোর এবং তাদের ত্রাণকর্তার সান্নিধ্যে নিয়ে আসার অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল। এভাবেই ঈশ্বরের কাজ পৃথিবীতে অগ্রগতি লাভ করেছে। আপনার আলো জ্বলতে দিন, এবং তাতে অন্যান্য আলোগুলি জ্বলে উঠবে। - Gospel Workers, 195. ChSBen 23.3

অনেকেরই একটা ধারণা আছে যে তারা একাই খ্রীষ্টের কাছে দায়বদ্ধ তাদের আলো ও অভিজ্ঞতার জন্য, আর পৃথিবীতে তাঁর স্বীকৃত অনুসারীদের থেকে তারা সম্পূর্ণ পৃথক। যীশু পাপীদের বন্ধু; কিন্তু তিনি সেই মাধ্যমকে সম্মান করেন যা তিনি মানুষের জ্ঞানালোক এবং মুক্তির জন্য নির্ধারণ করেছেন; তিনি পাপীদের মণ্ডলীর দিকে পরিচালিত করেন, যাকে তিনি জগতের জন্য আলোর চ্যানেল করেছেন। -The Acts of the Apostles, 90. ChSBen 23.4

প্রাথমিক মণ্ডলীকে নিয়মিত বর্ধনশীল কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল - তাকে আলো ও আশীর্বাদের কেন্দ্ররূপে স্থাপন করা হয় যেন সেখানে সৎ আত্মগণ খ্রীষ্টের পরিচর্যায় নিজেদের উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করতে পারেন। -The Acts of the Apostles, 90. ChSBen 23.5

সূর্য়ের রশ্মি যেমন ভুমণ্ডলের দূরস্থিত কোণে প্রবেশ করে, তেমনই ঈশ্বরের চিত্রপট অনুযায়ী সুসমাচারের আলোক পৃথিবীর সমুদয় আত্মার সান্নিধ্যে প্রসারিত হবে। যদি খ্রীষ্টের মণ্ডলী আমাদের প্রভুর উদ্দেশ্য পূর্ণ করে, তাহলে যারা অন্ধকারে এবং মৃত্যুছায়ার উপত্যকায় বসে আছে তাদের উপর অচিরেই আলো ছড়িয়ে পড়বে। - Thoughts from the Mount of Blessing, 42. ChSBen 23.6

জীবন্ত প্রণালী হওয়া প্রত্যেক আত্মার কছে অনন্য সযোগ যার মাধ্যমে ঈশ্বর তাঁর অনুগ্রহধন, খ্রীষ্টের অননুসন্ধেয় ঐশ্বর্যভাণ্ডার জগতে পৌঁছে দিতে পারেন। প্রতিনিধিরা জগতের কাছে তাঁর আত্মা ও চরিত্রের প্রতিনিধিত্ব করবেন, তার চেয়ে বেশি কিছু খ্রীষ্টের কাম্য নয়। মানুষের মাধ্যমে ত্রাণকর্তার ভালবাসা প্রকাশেক চেয়ে অতিরিক্ত কিছু জগতের প্রয়োজন নাই। সমুদয় স্বর্গ সেই প্রণালীর অপেক্ষায় আছে, যার মাধ্যমে ঢেলে দেওয়া পবিত্র তেল মানব হৃদয়ের আনন্দ ও আশীর্বাদের উৎস হতে পারে। - Christ’s Object Lessons, 419. ChSBen 24.1

ঈশ্বরের মণ্ডলীর মহিমা তার সদস্যদের ধার্মিকতায় রয়েছে; সেখানে খ্রীষ্টের শক্তি লুকিয়ে আছে। ঈশ্বরের নিষ্ঠাবান সন্তানদের প্রভাবকে সামান্য মূল্যের বলে গণ্য করা যেতে সত্যিকারের খ্রীষ্টানের আলো অবিচল ধর্মনিষ্ঠা এবং অটল বিশ্বাসে জগতে জীবন্ত উদ্ধারকর্তার শক্তি প্রমাণ করবে। তাঁর অনুসারীদের মধ্যে খ্রীষ্ট জলের কূপ হিসাবে পরিচিত হবেন অনন্ত জীবনের ফোয়ারা হয়ে। জগতে অল্প পরিচিত হলেও, তারা ঈশ্বরের অপূর্ব প্রজারূপে স্বীকৃত, তাঁর মনোনীত মুক্তির পাত্র, তাঁর প্রণালী যার দ্বারা জগতে পরিত্রাণ আসবে। - The Review and Herald, March 24, 1891. ChSBen 24.2

চার্চের সদস্যগণ, আলো উজ্জ্বল হতে দিন। আপনার কন্ঠস্বর যেন বিনীত প্রার্থনায়, অসহিষ্ণুতার প্রতিকূলে সাক্ষীরূপে, এই দুনিয়ায় মূর্খতা ও চিত্তবিনোদনের মাঝে, এবং এই সময়ের সত্য প্রচারের মধ্যে শোনা যায়। আপনার কন্ঠস্বর, আপনার প্রভাব, আপনার সময় - এগুলি সমস্তই ঈশ্বরদত্ত উপহার এবং তা খ্রীষ্টের উদ্দেশ্যে আত্মা জয়ে ব্যবহৃত হবে। - Testimonies for the Church 9:38. ChSBen 24.3

আমাকে দেখানো হয়েছে যে খ্রীষ্টের শিষ্যরা পৃথিবীতে তাঁর প্রতিনিধি; এবং ঈশ্বর পরিকল্পনা করেছেন যে তারা এই জগতের নৈতিক অন্ধকারে আলোস্বরূপ হবেন, সারাদেশ ব্যাপী, শহর, নগর এবং গ্রামগুলি তারা আলোকিত করবেন, “এটা বিশ্বের জন্য এক সুরম্য দৃশ্য, স্বর্গদূত এবং মানুষের দর্শনীয়।” - Testimonies for the Church 2:631. ChSBen 24.4

খ্রীষ্টের অনুগামীদের জগতের জ্যোতি হতে হবে; কিন্তু ঈশ্বর তাদের উজ্জ্বল হতে চেষ্টা করার অনুমতি দেননি। তিনি চরম ধার্মিকতা প্রদর্শন করার জন্য কোন প্রকার আত্মা-সন্তুষ্ট প্রচেষ্টাকে অনুমোদন করেন না। তিনি ইচ্ছা করেন তাদের জীবন স্বর্গীয় নীতিমালায় সমৃদ্ধ হবে; অতঃপর তারা যখন বিশ্বের সংস্পর্শে আসবে তারা তাদের অন্তরের আলো বিকশিত করবে। জীবনের প্রতিটি কর্মক্ষেত্র তাদের অবিচল আনুগত্য আলোকদানের মাধ্যম হবে। - The Ministry of Healing, 36. ChSBen 24.5

যখন অন্ধ পথভ্রষ্টতা ও কুসংস্কারের মধ্যে, যে খ্রীষ্টকে শৌল তাড়না করছিলেন তাঁর দর্শন পান, তাকে সরাসরি মণ্ডলীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়, কারণ মণ্ডলী পৃথিবীর আলো। এই ক্ষেত্রে, অননিয় খ্রীষ্টের প্রচারকদের প্রতিভূ, যাদের প্রভুর স্থলে কাজ করতে নিযুক্ত করা হয়। খ্রীষ্টের স্থলে, অননিয় শৌলের চোখ স্পর্শ করেছিলেন যাতে চোখদুটি দৃষ্টিশক্তি ফিরে পায়। খ্রীষ্টের পরিবর্তে তিনি শৌলের উপর হাত রাখেন এবং খ্রীষ্টের নামে তিনি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে শৌল পবিত্র আত্মা লাভ করেন। সমস্ত কিছুই খ্রীষ্টের নাম এবং কর্তৃত্বের মাধ্যমে সম্পন্ন হয়। খ্রীষ্ট হলেন ঝর্ণা; মণ্ডলী যোগাযোগের মাধ্যম। - The Acts of the Apostles, 122. ChSBen 25.1

ক্রটি সর্বত্র বিরাজমান। আত্মার প্রবল প্রতিপক্ষ তার বাহিনী সমাবেশ করছে। সে বিশেষ ক্রটিযুক্ত মানুষের মনকে বিভ্রান্ত করার জন্য প্রতিটি কৌশল সুসজ্জিত করছে, এবং এইভাবে প্রাণকে ধ্বংস করে দিচ্ছে। ঈশ্বর যাদের সত্যের ভাণ্ডার প্রদান করেছেন তাদের নৈতিক অন্ধকারে আলোক প্রজ্বলিত করতে হবে। - Historical Sketches, 290. ChSBen 25.2

ঈশ্বর চান তাঁর লোকেরা যেন আলোকসজ্জা হিসাবে জগৎকে আলোকিত করে। কেবল প্রচারকগণ নয়, খ্রীষ্টের সমস্ত শিষ্যের এই কাজ করা কর্তব্য। তাদের কথোপকথন স্বর্গীয় হওয়া দরকার। এবং তারা যখন ঈশ্বরের সহচর্য উপভোগ করে তখন তারা উদ্দীপ্ত হৃদয়ে কথা ও কাজের মাধ্যমে ঐশী প্রেম ব্যক্ত করার জন্য প্রতিবেশীর সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা করে। এইভাবে তারা পৃথিবীতে আলোকবর্তিতা হবে, এবং তাদের মাধ্যমে সঞ্চালিত আলো কখনও নির্বাপিত বা অপসারিত হবে না। -Testimonies for the Church 2:122, 123. ChSBen 25.3

খ্রীষ্টের অনুসরণকারীরা হবেন ধার্মিকতা, কর্ম, জীবন্ত প্রস্তর, ও আলোক বিকিরণের যন্ত্র, যাতে তারা স্বর্গদূতের উপস্থিতিকে উৎসাহিত করতে পারেন। তাদের একটা মাধ্যম হতে হবে, যেন, তার মধ্যে দিয়ে সত্য ও ধার্মিকতার আত্মা প্রবাহিত হতে পারে। - Testimonies for the Church 2:126, 127. ChSBen 25.4

প্রভু তাঁর মণ্ডলীকে দিব্য প্রভাবের ভাণ্ডার করেছেন। স্বর্গীয় মহাবিশ্ব মণ্ডলীর সদস্যদের এমন মাধ্যম হওয়ার জন্য অপেক্ষা করছেন যার মাধ্যমে জীবনের স্রোত পৃথিবীতে প্রবাহিত হবে, তাতে অনেকে মনপরিবর্তন করতে পারে, এবং পর্যায়ক্রমে তারাই মাধ্যম হয়ে যাবে যার ভিতর দিয়ে খ্রীষ্টের অনুগ্রহ প্রভুর দ্রাক্ষাক্ষেত্রের শুষ্ক অংশে প্রবাহিত হবে। - The Bible Echo, August 12, 1901. ChSBen 25.5

ঈশ্বরের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিই অন্যকে আলো দেবে। যদি এমন কেউ থাকে যার দেওয়ার মতো আলো নেই, তার কারণ হল আলোর উৎসের সঙ্গে তাদের কোনও সংযোগ নাই। - Historical Sketches, 291. ChSBen 26.1

অন্যকে আলো দেওয়ার জন্য ঈশ্বর তাঁর সন্তানদের নিয়োগ করেছেন, এবং যদি তারা সেটা করতে ব্যর্থ হয় এবং বিভ্রান্তির অন্ধকারে আত্মারা অবহেলিত হয়, তাহলে পবিত্র আত্মার দ্বারা প্রাণবন্ত হয়ে তারা যা করতে পারত তা সাধন না হওয়ার জন্য তারা ঈশ্বরের কাছে দায়বদ্ধ হবে। আমরা অন্ধকার থেকে তাঁর অপূর্ব আলোতে আহূত হয়েছি, যেন আমরা খ্রীষ্টের মহিমা প্রদর্শন করতে পারি। -The Review and Herald, December 12, 1893. ChSBen 26.2

যারা ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্রীকৃত তারা সকলেই আলোর চ্যানেল হবে। ঈশ্বর তাঁর করুণার ঐশ্বর্যগুলি অন্যকে জানাতে তাদেরকে প্রতিনিধি করেছেন। ... অন্যের উপর আমাদের প্রভাব আমাদের কথার উপরে ততটা নির্ভর করে না যতটা আমাদের কাজের উপরে করে। মানুষ তর্র্কযুদ্ধ করে আমাদের যুক্তিকে খণ্ডন করতে পারে, তারা আমাদের আবেদনকে প্রতহিত করতে পারে; কিন্তু আগ্রহশূন্য ভালবাসার জীবন এমন এক যুক্তি যা তারা অস্বীকার করতে পারে না। একটি সামঞ্জস্যপূর্ণ জীবন, খ্রীষ্টের নম্রতায় রঞ্জিত, জগতের পরম শক্তি। - The Desire of Ages, 141, 142. ChSBen 26.3

যাদের উচিত ছিল পৃথিবীর আলো হওয়ার তাদের কিরণ ক্ষীণ ও দুর্বল। আলো কী? এটি ভক্তি, কল্যাণ, সত্য, করুণা, ভালবাসা ইত্যাদি; চরিত্র ও জীবনের সত্যের প্রকাশ। সুসমাচার তার আগ্রাসী শক্তির জন্য বিশ্বাসীদের ব্যক্তিগত ধার্মিকতার উপর নির্ভরশীল, এবং ঈশ্বর তাঁর প্রিয় পুত্রের মৃত্যুর মাধ্যমে এমন ব্যবস্থা করেছেন যাতে প্রত্যেক আত্মাকে প্রতিটি সৎকর্মের জন্য সম্পূর্ণরূপে সুসজ্জিত করা যায়। প্রতিটি আত্মাকে উজ্জ্বল ও জ্যোতির্ময় আলো হতে হবে তাঁর মহিমা প্রদর্শনের মাধ্যমে যিনি আমাদের অন্ধকার থেকে তাঁর চমৎকার আলোয় আহ্বান করেছেন। “আমরা ঈশ্বরের সহযোগী শ্রমিক।” হ্যাঁ, শ্রমিক; এর তাৎপর্য হল প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে আন্তরিকভাবে পরিচর্যা প্রদান। পরিত্রাণের জন্য সেখানে আত্মা রয়েছে আমাদের মণ্ডলীতে, বিশ্রামবারের বিদ্যালয়গুলিতে, এবং আমাদের আশেপাশে। -The Review and Herald, March 24, 1891. ChSBen 26.4

অন্যদের জন্য কাজ করে তারা তাদের নিজের প্রাণরক্ষা করবে। যদি তারা যীশুর সঙ্গে সহযোগী হয়, আমরা মণ্ডলীর আলোকে অবিচ্ছিন্নভাবে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে দেখব এবং আলোকরশ্মি তাদের সীমারেখার বাইরে অন্ধকার ভেদ করবে। - Historical Sketches, 291. ChSBen 26.5

“তোমরা জগতের জ্যোতি।” ইহুদীরা পরিত্রাণের সুফলগুলি নিজেদের জাতির মধ্যে আবদ্ধ রাখার কথা ভেবেছিল; কিন্তু খ্রীষ্ট তাদের দেখিয়েছিলেন যে পরিত্রাণ সূর্যকিরণের মতো। এতে সমুদয় জগতের অধিকার। -The Desire of Ages, 306. ChSBen 26.6

যে সকল হৃদয় পবিত্র আত্মার প্রভাবে সাড়া দেয় সেগুলি ঈশ্বরের আশীর্বাদ প্রবাহের মাধ্যম হয়। ঈশ্বরের সেবকদের যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর আত্মা মানুষের মধ্য থেকে প্রত্যাহার করা হয়, তবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শয়তানের অধিপত্যের কারণে। যদিও দুষ্ট লোকেরা এটা জানে না, তবুও তারা এই জীবনের আশীর্বাদস্বরূপ যে জীবনকে তারা জগতে তাচ্ছিল্য ও অত্যাচারের পাত্র মনে করে। কিন্তু যদি তারা শুধু নামেই খ্রীষ্টান হয়, তবে স্বাদহীন লবণের তুল্য। জগতে তাদের কোন সুপ্রভাব নাই। ঈশ্বর প্রসঙ্গে তাদের অপব্যাখ্যা তাদেরকে অবিশ্বাসীদের চেয়ে নিকৃষ্ট করে। - The Desire of Ages, 306. ChSBen 27.1