খ্রীষ্টীয় পরিচর্যা

201/273

শিশুদের আত্মিক ও শারীরিক সহভাগিতা

সবাই কিছু করতে পারে। নিজের অজুহাত প্রচেষ্টায় কেউ কেউ বলেন,“আমার বাড়ির দায়িত্ব, আমার বাচ্ছারা, আমার সময় ও সম্বলের প্রত্যাশী ।” পিতামাতারা, আপনাদের সন্তানদের আপনার সাহায্যের হাত হতে হবে, তারা প্রতিপালকের জন্য কাজ করতে আপনার শক্তি ও দক্ষতা বাড়িয়ে তুলবে। শিশুগণ সদাপ্রভুর পরিবারের কনিষ্ঠ সদস্য। তাদের ঈশ্বরের কাজে নিজেদের উৎসর্গ করতে পরিচালিত করতে হবে, সৃষ্টি এবং মুক্তির মাধ্যমে তারা যাঁর অধিকার। তাদের শিক্ষা দিতে হবে যে তাদের সমস্ত দেহ, মন, এবং আত্মার সমগ্র শক্তির মালিক তিনিই। তাদের নিঃস্বার্থ সেবার বিভিন্ন লাইনে সহায়তা করার জন্য প্রশিক্ষণ দিতে হবে। বাচ্চাদের প্রতিবন্ধক হতে দেবেন না। সন্তানেরা আপনাদের সঙ্গে আত্মিক এবং শারীরিক বিষয়ের সহভাগিতা করবে। অপরকে সাহায্যের মাধ্যমে তারা তাদের নিজেদের সুখ এবং উপযোগিতা বাড়াবে।-- Testimonies for the Church 7:63. ChSBen 207.3