খ্রীষ্টীয় পরিচর্যা
স্বর্গদূতের নথি
বিবাহিত পুরুষেরা যদি সন্তানদের পরিপালনের জন্য স্ত্রীকে বাড়িতে রেখে কাজে চলে যান, ঐ স্ত্রী তথা মা, স্বামী তথা পিতার মতই মহৎ এবং গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করছেন। যদিও একজন মিশন ক্ষেত্রে, আর অন্যজন গৃহক্ষেত্রে মিশনারি, যার যত্ন উদ্বেগ এবং দায়িত্ব স্বামী বা পিতার চেয়ে অনেক গুণ বেশি। তার কাজটি গৌবরময় এবং গুরুত্বপূর্ণ, -- তার সন্তানদের চারিত্রিক মনোভাব এবং প্রকৃতি গঠনের জন্য, এখানে তাদের উপযোগিতার জন্য প্রশিক্ষণ দেওয়া, এবং তাদের ভবিষ্যতের, অমর জীবনের জন্য উপযুক্ত করে তোলা। প্রকাশ্য প্রচারক্ষেত্রে স্বামী মানুষের প্রশংসা পেতে পারেন, কিন্তু বাড়ির শ্রমিক সেখানে কোন পার্থিব পুরস্কার পান না। তবে যদি তিনি তার পরিবারের সর্বোত্তম স্বার্থে কাজ করেন তাদের দিব্য আদর্শে চরিত্র গঠন করেন, লেখক স্বর্গদূত তার নামটি বিশ্বের অন্যতম সেরা ধর্মপ্রচারক হিসাবে লিখে রাখেন। মানুষের সীমাবদ্ধ দৃষ্টি যে সকল জিনিস দেখে ঈশ্বর তা দেখেন না। -- Testimonies for the Church 5:594. ChSBen 207.2