যুবক যুবতিদের প্রতি বার্তা

410/514

শ্রান্তি-বিনােদনের মূল্য ১২৪

জীবন যাপনের ক্ষেত্রে খ্রীষ্টিয়ানদের হতে হবে সবচেয়ে প্রফুল্ল এবং প্রাণবন্ত। তাদের মনে সব সময় এই চিন্তাটি থাকবে যে, ঈশ্বর হলেন তাদের পিতা এবং পরম বন্ধু। MYPBen 355.1

তবে নামধারী অনেক খ্ৰীষ্টিয়ান সঠিকভাবে খ্ৰীষ্ট ধর্মকে উপস্থাপন করে । তাদের চেহারায় একটি বিষন্ন ভাব থাকে, মনে হয় যেন তারা একটি কালাে মেঘের ছায়ায় বসবাস করছে। প্রায়ই তারা বলে থাকে যে, খ্রীষ্টিয়ান হওয়ার জন্য তারা মহৎ মহৎ ত্যাগ স্বীকার করেছে। যারা খ্রীষ্টকে গ্রহণ করে নি, তাদের কাছে তারা নিজেদের উদাহরণ দেখায় এবং আলাপ-আলােচনা করে বলে যে, যা-কিছু তাদের জীবনকে আনন্দদায়ক ও সুখময় করতে পারত তার সব কিছুই তাদের পরিত্যাগ করতে হবে । তারা খ্রীষ্টিয়ানদের আশীর্বাদযুক্ত প্রত্যাশার উপর অন্ধকারের একটি গভীর আস্তরণ টেনে দেয়। এমন-কি আগ্রহী লােকদের কাছে এমন একটি আভাস দেওয়া হয় যেন ঈশ্বরের আবশ্যকীয় বিষয়গুলাে হল এক একটি বােঝা, আর তা যা কিছু সুখ দিত, অথবা স্বাদের ব্যাপারে আনন্দ দিত সেগুলাে অবশ্যই বিসর্জন দিতে বলে । MYPBen 355.2

আমরা বলতে দ্বিধা করব না যে এই শ্রেণির নামধারী খ্রীষ্টিয়ানগণ প্রকৃত ভাবে গভীর চুক্তিতে আবদ্ধ নয়। ঈশ্বর প্রেম। যারা ঈশ্বরে বসবাস করে, তারা প্রেমে বসবাস করে। যারা প্রকৃতপক্ষে পরীক্ষামূলক জ্ঞানে আমাদের স্বর্গীয় পিতার প্রেম ও বিনম্র করুণার পরিচয় পেয়েছে তারা যেখানেই থাকুন না কেন জ্যোতি ও আনন্দ সম্পর্কে তারা অবহিত হবে। তাদের সঙ্গীদের কাছে তাদের উপস্থিতি ও প্রভাব হবে ফুলের মিষ্টি সুবাসের মত, কারণ তারা ঈশ্বর এবং স্বর্গের সঙ্গে সংযুক্ত, এবং যারা তাদের প্রভাবের মধ্যে আসে তাদের মধ্য দিয়ে তাদের সকলের কাছে পবিত্রতা এবং উন্নত কমনীয়তা পৌঁছায়। এটি তাদের জগতের জ্যোতিরূপে, পৃথিবীর লবণরূপে গড়ে তােলে। তারা প্রকৃতপক্ষে মৃত্যুর জন্য মৃত্যু নয়, বরং জীবনের জন্য জীবন-রক্ষাকারী । MYPBen 355.3