যুবক যুবতিদের প্রতি বার্তা
অধ্যায় ১৩ - হাস্যকৌতুক ও শ্রান্তি-বিনােদন
হাস্যকৌতুক ও শ্রান্তি-বিনােদনের মধ্যে পার্থক্য রয়েছে। শ্রান্তি-বিনােদন (recreation) শব্দটি, যখন প্রকৃত অর্থ প্রকাশ করে তখন তার অর্থ দাঁড়ায় পুনরায় বা নতুন করে সৃষ্টি করা (recreation), অর্থাৎ সবল করা ও গঠন করা । আমাদের সাধারণ সমস্ত দায়িত্ব ও পেশাকে এক পাশে ফেলে রাখার আহ্বান জানিয়ে এটি আমাদের শরীর ও মনকে সতেজতা দান করে, আর এভাবে আমাদের জীবনের আন্তরিক কাজ-কর্মে ফিরে যাবার জন্য আমাদের দৈহিক শক্তিকে নবায়ন করতে সমর্থ করে তােলে। অপর পক্ষে, হাস্যকৌতুক ইল স্রেফ আনন্দের জন্য, এবং এটি প্রায়ই অতিরিক্ত পর্যায় চলে যায়; প্রয়ােজনীয় কাজ করার জন্য যে শক্তির দরকার হয় এটি তা শুষে নেয়, আর এভাবে জীবনের প্রকৃত কৃতকার্যতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-“ Education,” পৃষ্ঠা ২০৭।