যুবক যুবতিদের প্রতি বার্তা

36/514

প্রতিদিন অগ্রসর হওন

যুবক-যুবতিদের কর্তব্য যেন তারা প্রতিদিন সামনে এগিয়ে যায় । পিতর বলেন, “বিশ্বাসে সদগুণ ও সদগুণে জ্ঞান, ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা, ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ, ও ভ্রাতৃস্নেহে প্রেম যােগাও। কেননা এই সমস্ত যদি তােমাদিগকে থাকে ও উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তােমাদিগকে অলস কি ফলহীন থাকিতে দিবে না।” (২ পিতর ১:৬-৮)। MYPBen 39.2

যখন তুমি দিন শুরু কর, তখন মনের চক্ষুর সম্মুখে ক্রমাগত উন্নতির এই সমস্ত সােপানগুলাে রেখ না; বরং তােমার মনের চক্ষু যীশুর উপরে নিবদ্ধ রাখ, যে চক্ষু একমাত্র ঈশ্বরের গৌরব করবে, তাহলে তুমি উন্নতি করতে পারবে। একদিনেই তুমি যীশুর বৈশিষ্ট্যমণ্ডিত গুণাবলি পুরােপুরি পরিমাপ করতে পারবে না, আর তুমি হতাশার গভীরে নিমজ্জিত হবে এবং তুমি হয়ত এমন এমন সমস্যা লক্ষ করবে যাকে অবশ্যই মােকাবেলা করা প্রয়ােজন এবং জয় করা প্রয়ােজন। তুমি শয়তানকে নিয়েই খুশি থাকবে, আর সে তােমার মনকে যীশুর কাছ থেকে দূরে নিতে সম্ভাব্য সমস্ত ফন্দি ও পরিকল্পনা করার পায়তারা করবে। MYPBen 39.3