যুবক যুবতিদের প্রতি বার্তা

35/514

উচ্চ শিখরে আরােহণ—৮

একটি সঠিক খ্ৰীষ্টিয় আদর্শ চরিত্রের পূর্ণতা অর্জনে, ন্যায় নীতির কাজে অটল থাকা অপরিহার্য। আমি আমাদের যুবক-যুবতিদের ওপরে জোর দিতে চাই যেন তারা চরিত্র গঠনের কাজে ধৈর্য এবং শক্তির উপরে গুরুত্ব আরােপ করে। প্রাথমিক বছরগুলাে হতে চরিত্রের নীতিমালার মধ্য দিয়ে অনমনীয়। অখণ্ডতা বয়ন করা আবশ্যক, যেন যুবক-যুবতিগণ তাদের পুরুষত্ব এবং নারীত্বের সর্বোচ্চ শিখরে আরােহণ করতে পারে। তারা সর্বদা এই বিষয়টি তাদের দৃষ্টি গােচরে রাখবে যে, তারা একটি মূল্য দ্বারা ক্রীত, এবং তারা। তাদের দেহ ও আত্মায় ঈশ্বরের গৌরব করবে, যা তারই ...। MYPBen 39.1