যুবক যুবতিদের প্রতি বার্তা
আত্মিকবাদের প্রতি শত্রু
যদি মুদ্রিত অধিকাংশ পুস্তক নষ্ট করে ফেলা হত, তা হলে মহামারী বহুলাংশে বিরত থাকত, যা মন এবং হৃদয়ে ভয়াবহ কাজ করে যাচ্ছে। প্রেমের গল্প, বাজে এবং উত্তেজনা সৃষ্টিকারীরূপ কথা, এবং এমন কি কথিত ধর্মীয় উপন্যাস, যার মধ্যে লেখক তার গল্পের মধ্যে নৈতিক শিক্ষা সন্নিবেশিত করেছেন সেগুলাে পাঠকদের কাছে অভিশাপ স্বরূপ। গল্প বইয়ের সবখানেই ধর্মীয় ভাবপ্রবণতা বয়ন করা থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শয়তান দূতগণের বসন পরিধান করে ফলপ্রসূভাবে মানুষকে প্রলুব্ধ করে। কেউই সঠিক নীতিতে বদ্ধমূল নয়, প্রলােভন থেকে কেউই নিরাপদ নয়, তারা এসব গল্প পাঠে নিরাপদ নয়। MYPBen 264.1
রূপ কথা বা কল্পকাহিনীর পাঠগুলাে মন্দ প্রভাব বিস্তার করছে যা আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দিচ্ছে, পবিত্র পৃষ্ঠাগুলাের সৌন্দর্যকে অন্ধকার করে দিচ্ছে। এটি একটি অস্বাস্থ্যকর উত্তেজনা সৃষ্টি করে, কল্পনাকে জরাক্রান্ত করে, মনকে অনুপযুক্ত করে যাতে মন ভালাে কিছু করার অনুপযােগী হয়ে পড়ে আত্মাকে প্রার্থনা বিহীন করে ফেলে এবং যে কোনাে আত্মিক অনুশীলনকে অকেজো করে ফেলে। MYPBen 264.2
ঈশ্বর আমাদের অনেক যুবককে উৎকৃষ্টতর দক্ষতা দিয়ে বিভূষিত করেছেন, তবে প্রায়ই তারা তাদের শক্তিকে দুর্বল করে ফেলে, তাদের মনকে দ্বিধান্বিত ও দুর্বল করে রাখে, সুতরাং তাদের নির্বোধ পাঠ মনােনয়নের কারণে বছরের পর বছর যাবৎ তারা অনুগ্রহে বা আমাদের বিশ্বাসের হেতুর জ্ঞানে বৃদ্ধি পায় না। যারা প্রভুর সত্বর আগমনের অপেক্ষায় আছে, আশ্চর্য পরিবর্তনের অপেক্ষা করছে, যখন “এই ক্ষয়ণীয়তা অক্ষয়তা পরিধান করবে, তাদের এই অপেক্ষাধীন সময়ে কাজের একটি উন্নত স্তরে দণ্ডায়মান থাকতে হবে। MYPBen 264.3
আমার প্রিয় যুব বন্ধগণ, তােমাদের নিজেদের চাঞ্চল্যকর গল্পগুলাের। প্রভাব সম্পর্কে প্রশ্ন কর। তুমি এগুলাে পড়ার পর, বাইবেল খুলে কি আগ্রহ সহকারে জীবনের বাক্য পাঠ করতে পার? তুমি কি ঈশ্বরের পুস্তক অপ্রীতিকর খুঁজে পাও না? ঐ প্রেমের গল্পের আকর্ষণ মনের উপরে রয়েছে, এটি স্বাস্থ্যকর কণ্ঠস্বর নষ্ট করছে, এবং গুরুত্বপূর্ণ, গুরুগম্ভীর সত্যসমূহের উপরে মনােযােগ প্রতিষ্ঠিত করা অসম্ভব করে তুলছে যা তােমার চিরন্তর মঙ্গল উদ্বিগ্ন করে তােলে। MYPBen 264.4
দৃঢ় প্রতিজ্ঞভাবে সব নােংরা পাঠভ্যাস পরিহার কর। এটি তােমার আধ্যাত্মিকতাকে শক্তিশালী করবে না, কিন্তু তােমার মনের সেই অনুভূতির স্বরূপ প্রকাশ করবে যা কল্পনাকে ভুল পথে পরিচালিত করে এবং যীশুর বিষয়ে এবং তার মূল্যবান শিক্ষামালার বিষয়ে কম চিন্তা করতে পরিচালিত করে। এমন সব কিছু থেকে মনকে মুক্ত রাখ যা ভুলপথে পরিচালিত করবে। বাজে গল্প দিয়ে এটির গতি ব্যাহত কর না, যা মানসিক শক্তিকে জোরালাে করে না। এটা মনের জন্য যেমন খােরাক জোগায়, চিন্তারাশি দ্রুপ একই প্রকৃতির। MYPBen 265.1