যুবক যুবতিদের প্রতি বার্তা

302/514

ক্ষতিকর পাঠের প্রভাব

শয়তান ভালাে করেই জানে মনকে যা খেতে দেয়া হবে তাতেই সে প্রভাবিত হয়। সে তরুণ এবং বয়ােজ্যেষ্ঠ উভয়কে গল্প বই, রূপ কথা এবং অন্য পত্র-পত্রিকা দ্বারা পরিচালিত করছে। এরূপ পত্র পত্রিকার পাঠকগণ তাদের সম্মুখে রেখে দেওয়া কাজের জন্য অনুপযুক্ত হয়। তারা একটি অবাস্তব জীবন যাপন করে, এবং তাদের মধ্যে শাস্ত্র অনুসন্ধানের এবং স্বর্গীয় মান্না। ভক্ষণের কোনাে বাসনা নেই। যে মনকে শক্তিশালী করা প্রয়ােজন তা দুর্বল হয়ে পড়ে, এবং মহাসত্য অধ্যয়ন করার জন্য শক্তি হারায় যা খ্রীষ্টের উদ্দেশ্য এবং কাজের সঙ্গে সম্পর্কযুক্ত, সত্যসমূহ যা মনকে দৃঢ় করে, কল্পনাকে জাগিয়ে তােলে এবং বিজয়ী হবার জন্য শক্তিশালী, ঐকান্তিক বাসনা জাগিয়ে তােলে, যেমন খ্রীষ্ট বিজয়ী হয়েছিলেন। MYPBen 263.3