সুষম শিক্ষা

27/67

পরিচর্যা কাজের নিয়ম

স্বর্গ ও মর্ত্যের সব কিছুই ঘােষণা করে যে, জীবনের শ্রেষ্ঠ ব্যবস্থা হল— সেবার ব্যবস্থা। অসীম প্রেমময় পিতা সমগ্র জীব জগতের পরিচর্যা করেন। খ্রীষ্ট পৃথিবীতে এমন ব্যক্তির মত এসেছিলেন যিনি “পরিচর্যা করেন” নূক ২২:২৭। দূতগণ “সেবাকারী আত্মাগণ, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারা...তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত।” ইব্রীয় ১:১৪। সেবাকাজের একই নিয়ম প্রকৃতির সব কিছুর উপরে লিখিত। আকাশের পাখি, মাঠের পশু, বনের গাছ-পালা, পাতা, ঘাস, এবং ফুল, আকাশের সূর্য এবং তারকা—তাদের সবার সেবাকাজের ভূমিকা রয়েছে। হদ এবং মহাসাগর, নদ-নদী এবং জলস্রোত প্রত্যেকেই দান করার জন্য গ্রহণ করে । EdBen 94.2

প্রকৃতির প্রতিটি বস্তু এভাবে পৃথিবীর জীবজগতের পরিচর্যা করে নিজেও নিরাপত্তা লাভ করছে। “দেও, তাহাতে তােমাদিগকেও দেওয়া যাইবে” (লূক ৬:৩৮), এই শিক্ষা প্রকৃতিতে যেমন তেমনিভাবে, বাইবেলেও লেখা রয়েছে। EdBen 94.3

পাহাড়ের শরীর ও সমতল ভূমি যেমন পাহাড় থেকে বের হওয়া জলধারা সমুদ্রে পৌঁছে দেবার জন্য একটি জলপথ উন্মুক্ত করে, এবং ঐ সকল যে পরিমাণে দান করে, তার শতগুণ ফিরে পায়। ঝর্ণাধারা যেমন সামনের দিকে এগিয়ে যায়, একইভাবে তার সৌন্দর্য এবং সাফল্য পিছনে রেখে যায়। গ্রীষ্মের উত্তাপের নীচে ধূসর রৌদ্রদগ্ধ প্রান্তরের সবুজ গাছপালার সারি নদীর গতিপথকে চিহ্নিত করে, প্রতিটি উঁচু গাছ, প্রতিটি ফুলের কুঁড়ি, প্রতিটি ফুটন্ত ফুল তাদের কাছে ঈশ্বরের অনুগ্রহের একটি সাক্ষ্য বহন করে- যারা জগতে দান করে এবং আবার ফিরে পায়। EdBen 94.4