স্বাস্থ্য এবং সুখ
শিষ্টাচার
প্রভু যীশু আমাদের কাছে প্রত্যেক মানুষের অধিকারের স্বীকৃতি দাবি করেন। মানুষের সামাজিক অধিকার এবং খ্রীষ্টানরূপে তার অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। ঈশ্বরের পুত্র কন্যারূপে আমাদের সকলের প্রতি সমাদরসহ সদয় ব্যবহার করতে হবে। MHBen 470.2
খ্রীষ্টিয় বিশ্বাস একজন মনুষ্যকে শিষ্টাচার করবে। খ্রীষ্ট ছিলেন দয়ালু, এমনকি তাঁর তাড়নাকারীদের প্রতিও; এবং তাঁর প্রকৃত অনুসরণকারীরাও একই মনোভাব পোষণ করবে। শাসনকর্তাদের কাছে আনীত পে․লের দিকে দৃষ্টিপাত করুন। তাঁকে যখন শাসনকর্তা আগ্রিপ্পের দরবারে হাজির করা হয়েছিল, তখন তিনি যে কথা বলেছিলেন তা প্রকৃত সম্মান প্রদর্শনের একটা আদর্শ, এবং বিশ্বাসের প্রতি আবেদনের একটা উদাহরণ। এ পৃথিবীর রীতি অনুসারে ভদ্রতা দেখান খ্রীষ্টের সুসমাচার উৎসাহিত করে না, কিন্তু সে ধরনের শিষ্টাচার অনুপ্রাণিত করে যা হৃদয়ের গভীরতাকে ফোয়ারার ন্যায় দয়া ও প্রেম ঢেলে দেয়। MHBen 470.3
খিটমিটে মেজাজ, কর্কশ ব্যবহার এবং বাহ্যিকভাবে অশালীন বাক্য পরিহার করাই সন্তোষজনক চারিত্রিক গুণাবলি নয়। যতক্ষণ নিজ স্বার্থকে প্রধান উদ্দেশ্য মনে করব ততক্ষণ কোনক্রমে আমাদের সিদ্ধ চরিত্র প্রকাশিত হবে না। আমাদের অনন্ত, প্রেম থাকতে হবে, যীশুর একজন প্রকৃত খ্রীষ্টান তার প্রভুর নিমিত্ত গভীর প্রেম প্রকাশ পায় তার কাজের মাধ্যমে। আর খ্রীষ্টের প্রতি নিঃস্বার্থ ভালবাসা তার সহ-ভাইদের প্রতি আচরণে প্রকাশ পায়। প্রেম তার দখলকারীকে অনুগ্রহ প্রাধান্য প্রদান করে। এটা সমগ্র মানবতাকে বিকশিত করে এবং তা আমাদের মুখমণ্ডলে ও কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশ পায়। MHBen 470.4