স্বাস্থ্য এবং সুখ

251/269

মন্দ কথা বলবেন না

আমাদের জন্য ঈশ্বরের দীর্ঘসহিষ্ণুতার কথা যদি আমরা অনুভব করি, তবে আমরা অন্যের বিচার করব না অথবা অন্যদের দোষারোপ করব না। যখন খ্রীষ্ট এ পৃথিবীতে ছিলেন তখন তাঁর সহযোগিরা কত না আশ্চর্যান্বিত হয়েছিল, যদি তাঁর সহযোগী হবার পরে তারা তাঁর মুখ থেকে, দোষারোপ, বচসা, এবং অসহিষ্ণু কথা শুনতে পেতো। আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে, যারা তাঁকে প্রেম করেন, তারা তাঁর চরিত্র প্রদর্শন করবে। MHBen 469.3

“ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও; সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।”(রোমীয় ১২:১০)। “মন্দের পরিশোধে মন্দ করিও না, এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না; বরং আশীর্বাদ কর, কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহূত হইয়াছি।”(১ম পিতর ৩:৯)। MHBen 470.1