স্বাস্থ্য এবং সুখ
কল্পনা প্রসূত জ্ঞানের বিরুদ্ধে সতর্কবাণী
আমরা যদি আরও অধিক জানতে পারি ঈশ্বর কি বা কিরূপ আর তাঁর দৃষ্টিতে আমরা নিজেরা কি, আমরা তার সম্মুখে ভীত ও কম্পিত হব। অদ্যকার মনুষ্য তাদের ভাগ্য হতে সাবধান হোক, যারা পুরাকালে কল্পনা করেছিল যে, ঈশ্বর যা পবিত্র বলে ঘোষণা করেছিলেন, তা হতে তারা মুক্ত। যখন ইস্রায়েল সন্তানেরা পলেষ্টিয় দেশ হতে ফিরে গিয়ে নিয়ম সিন্দুক খুলবার ঝুঁকি নিয়েছিল, তখন তাদের অশ্রদ্ধা এককভাবে শাস্তি পেয়েছিল। MHBen 416.1
পুনরায় ঊষের উপরে পতিত বিচারের কথা বিবেচনা কর। দায়ূদের শাসনামলে যখন নিয়মসিন্দুক যিরূশালেমে আনছিল, তখন ওটাকে সোজা রাখার জন্য হাত বাড়িয়ে ধরার চেষ্টা করছিল। ঈশ্বরের উপস্থিতির প্রতীক স্পর্শ করতে গেলে, সে তাৎক্ষণিক আঘাত দ্বারা মারা গেল। MHBen 416.2