স্বাস্থ্য এবং সুখ

209/269

ইনি ছিলেন খ্রীষ্ট

“ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সঙ্গে সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মগ্রহণ করিলেন।”(ফিলি ২:৬-৮)। MHBen 401.6

“খ্রীষ্ট যীশু ত মরিলেন, বরং উত্থাপিতও হইলেন; আর তিনিই ঈশ্বরের দক্ষিণে আছেন।” (রোমীয় ৮:৩৪)। “এই জন্য, যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন।”(ইব্রীয় ৭:২৫)। MHBen 401.7

“কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতাঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে।”(ইব্রীয় ৪:১৫)। MHBen 402.1

এই স্থানে রয়েছে অসম জ্ঞান, অসীম প্রেম, অসীম ন্যায় বিচার, অসীম দয়া,- “ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ।”(রোমীয় ১১:৩৩)। MHBen 402.2

খ্রীষ্টের উপহারের মাধ্যমে আমরা সমস্ত আশীর্বাদ লাভ করি। ঐ উপহারের মাধ্যমে আমাদের কাছে দিনের পর দিন যিহোবার উত্তমতার অব্যর্থ প্রবাহ উপস্থিত হয়। ঐ একটা উপহারের মাধ্যমে আনন্দ উপভোগের জন্য তিনি প্রত্যেকটা ফুল, তার সূক্ষ্ম ছিটে ফোঁটা দাগ, সুঘ্রাণ, ইত্যাদি দিয়েছেন। তাঁরই দ্বারা সূর্য ও চন্দ্র নির্মিত হয়েছিল। এমন একটা তারাও নেই যা আকাশমণ্ডলকে সুশোভিত করবার জন্য সৃষ্টি করেন নি। বৃষ্টির প্রতিটি ফোটা, প্রতিটি আলোক রশ্মি, যা আমাদের অকৃতজ্ঞ পৃথিবীর ওপরে পতিত হয়, তা খ্রীষ্টে ঈশ্বরের প্রেমের এক একটা সাক্ষ্য প্রদান করে। সমস্ত কিছু, অব্যক্ত উপহার ঈশ্বরের একমাত্র পুত্রের মাধ্যমে জোগান দেয়া হয়। তিনি ক্রুশে বিদ্ধ হলেন যেন এই সকল প্রাচুর্য ঈশ্বরের কারুকার্যের নিকটে প্রবাহিত হতে পারে। MHBen 402.3

” দেখ, পিতা আমাদের কেমন প্রেম প্রদান করিয়াছেন যে, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই।”(১ যোহন ৩:১)। MHBen 402.4

“কারণ পুরাকাল অবধি লোকে শুনে নাই, কর্ণে অনুভব করে নাই, চক্ষুতে দেখে নাই যে, তোমা ভিন্ন আর কোন ঈশ্বর আছেন, যিনি তাঁহার অপেক্ষাকারীর পক্ষে কার্য সাধন করেন।”(যিশা ৬৪:৪)। MHBen 402.5