স্বাস্থ্য এবং সুখ
ক্রুশের মহিমা
মানব জাতির প্রতি ঈশ্বরের প্রেমের প্রকাশ ক্রুশেই কেন্দ্রীভূত এবং পূর্ণ বৈশিষ্ট্য ভাষা তা উচারণ করতে পারে না, লেখনী তা প্রকাশ করতে পারে না, মানুষের মন তা বুঝতে সক্ষম নয়। কালভেরীর ক্রুশের দিকে দৃষ্টিপাত করে আমরা কেবলমাত্র এই কথাই বলতে পারি, “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাঁহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্তজীবন পায়।”(যোহন ৩:১৬)। MHBen 401.4
খ্রীষ্ট আমাদের পাপের জন্য ক্রুশ বিদ্ধ হলেন, খ্রীষ্ট মৃত্যুঞ্জয়ী হলেন, খ্রীষ্ট ঊর্ধ্বে নীত হলেন, এসবই হল পরিত্রাণের বিজ্ঞান যা আমাদের শিখতে হবে এবং শিক্ষা দিতে হবে। MHBen 401.5