স্বাস্থ্য এবং সুখ
ঈশ্বরের নিশ্চয়তাসমূহ
যারা ঈশ্বরের শিক্ষা-পরিকল্পনার সঙ্গে ঐক্য রক্ষা করে কাজ করতে চায়, তারা তাঁর রক্ষাকারী অনুগ্রহ লাভ করবে, যা তাঁর বিরামহীন সানি′ধ্য তাঁর রক্ষাকারী শক্তি। তিনি প্রত্যেককে বলেন- MHBen 382.1
“তুমি বলবান হও ও সাহস কর, মহা ভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী।” “আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না।” (যিহোশূয় ১:৯, ৫)। MHBen 382.2
“বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখ নিগর্ত বাক্য তেমনি হইবে; তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং সে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। MHBen 382.3
কারণ তোমরা আনন্দ সহকারে বহিরে যাইবে,
এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে।
পর্বত ও উপ-পর্বতগণ তোমাদের সমক্ষে
উচ্চঃস্বরে আনন্দগান করিবে,
এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে।
কণ্টকবৃক্ষের পরিবর্ত্তে দেবদারু;
শ্যাকুলের পরিবর্তে গুলমেঁদি উৎপন্ন হইবে;
লোমহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে।”
MHBen 382.4
(যিশা ৫৫:১০-১৩)।
বিশ্বের সর্বস্থানে সমাজ বিশৃখলার মধ্যে নিমজ্জিত, এবং এক পূর্ণাঙ্গ পরিবর্তন এবং রূপান্তর আবশ্যক। যুব সমাজকে যে শিক্ষা প্রদান করা হয়েছে তা সমগ্র সামাজিক কাঠামোকে গঠন করবে। MHBen 383.1
“তারা পুরাকালের ধ্বংসিত স্থান সকল নির্মাণ করিবে, পূর্বকালের উৎসন্ন স্থান সকল গাঁথিয়া তুলিবে; এবং ধ্বংসিত নগর, বহু পুরুষ পূর্বের উৎসন্ন স্থান সকল নতুন করিবে।”লোকে তাহাদের “ঈশ্বরের পরিচালক বলিবে... তাদের চিরস্থায়ী আহ্লাদ হবে। কেননা আমি সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসি।”(যিশা ৬১:৪, ৬-৮)। MHBen 383.2
“আর আমি সত্যে তাহাদের ক্রিয়ার ফল দিব, ও তাহাদের সঙ্গে চিরস্থায়ী এক নিয়ম করিব।”(যিশাইয় ৬১:৮)। MHBen 383.3
“আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে ও তাহাদের
সন্তানগণ লোকদের মধ্যে পরিচিত হইবে;
দেখিবামাত্র সকলে তাহাদিগকে চিনিবে যে,
তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ।”...
>“বস্তুতঃ ভূমি যেমন আপন অঙ্কুর নির্গত করে,
উদ্যান যেমন আপনাতে উপ্ত বীজ অঙ্কুরিত করে,
তেমনি প্রভু সদাপ্রভু সমুদয় জাতির সাক্ষাতে
ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন।”
MHBen 383.4
(যিশাইয় ৬১: ৯, ১১)।
*****